নয়াদিল্লি: গ্রাহকদের সুবিধার্থে কম রেটে টু-হুইলার লোনের ব্যবস্থা করছে State Bank of India (SBI)। বুধবারই সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ট্যুইট করে কোম্পানি জানিয়েছে, এবার থেকে মাত্র ২৫৬ টাকার ইএমআই দিয়ে টু-হুইলার কিনতে পারবেন গ্রাহকরা।


SBI two-wheeler loans: স্টেট ব্যাঙ্কের ট্যুইট
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বাইক বা স্কুটার কিনতে এবার থেকে আর ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না গ্রাহকদের। SBI YONO App-এর মাধ্যমেই এই প্রি-অ্যাপ্রুভড লোন নিতে পারবেন তাঁরা। ট্যুইটে SBI লিখেছে, ''আপনার স্বপ্নের সওয়ারির জন্য প্রস্তুত হোন। ইয়োনোর মাধ্যমে প্রি-অ্যাপ্রুভড টু-হুইলার লোন নিন।'' নতুন এই লোনের ক্ষেত্রে প্রতি ১০,০০০ টাকায় ২৫৬ টাকার EMI দিতে হবে গ্রাহককে।


SBI two-wheeler loans: ঋণ নেওয়ার যোগ্যতা
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এখন চটজলদি পেয়ে যাবেন SBI টু-হুইলার লোন। ২৪x৭ এই প্রি-অ্যাপ্রুভড ঋণের সুযোগ রয়েছে গ্রাহকদের। মাত্র কয়েকটা ক্লিকেই পেয়ে যাবেন নতুন বাইক বা স্কুটার কেনার লোন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের কিছু নির্দিষ্ট যোগ্যতার ওপরই এই লোন দিচ্ছেন তাঁরা। আগে থেকেই এই ধরনের নির্দিষ্ট গ্রাহক নির্বাচন করে রাখে ব্যাঙ্ক।


SBI Two-Wheeler Loan: কত টাকা ঋণ ?
বর্তমানে ২০,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বাইক, স্কুটার কেনার ঋণ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই গাড়ির ঋণ নেওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ।ঋণ গ্রহীতাকে অবশ্যই ৪৮ মাসের মধ্যে দু'চাকার লোন শোধ করে দিতে হবে। গ্রাহককে কম EMI-এর সুবিধা দিতেই এতটা ঋণের মেয়াদ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


SBI Two-Wheeler Loan:কত টাকা সুদ
বছরে ১০.৫০ শতাংশ সুদের হারে এই লোন নিতে পারবেন গ্রাহক। প্রি-অ্যাপ্রুভড লোনের ক্ষেত্রে বাইক বা স্কুটারের অনরোড প্রাইসের ৮৫ শতাংশ লোন দেবে স্টেট ব্যাঙ্ক। সবথেকে বড় বিষয় আকর্ষণীয় সুদে এই লোন পেতে ব্যাঙ্কে যেতে হবে না গ্রাহকদের।