নয়াদিল্লি: ক্রিপ্টোকারেন্সির ওপর রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নিষেধাজ্ঞা উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ ব্যাঙ্কের নির্দেশিকার বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করে লেনদেনে অনুমতি দিল সর্বোচ্চ আদালত।


এদিন, বিচারপতি আর এফ নরিমন, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট ও বিচারপতি বি রামসুব্রহ্মণ্য়মকে নিয়ে গঠিত বেঞ্চ ২০১৮ সালে আরবিআই-এর জারি করা নির্দেশিকার বিরুদ্ধে ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আবেদনকে গ্রহণ করে।


মামলাকারীদের যুক্তি ছিল, ব্যাঙ্কিং চ্যানেল থেকে ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ করতে যে নির্দেশিকা জারি করেছে আরবিআই, তার ফলে এই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে অবৈধ কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল হবে আইনের রক্ষকদের।


তাদের আরও দাবি ছিল, আরবিআই-এর নিষেধাজ্ঞার ফলে ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে বৈধ ব্যবসাও মার খাবে।


২০১৮ সালের ৬ এপ্রিল, বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্কগুলিকে ভারচুয়াল কারেন্সিতে লেনদেনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে।