Small Savings Schemes: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বয়স্ক ব্যক্তিরা পান বিনিয়োগের সেরা সুবিধা।  সরকারি এই স্কিমে রয়েছে অনেক সুবিধা। পাশাপাশি পাবেন এই ৫ ঘাটতি। জেনে নিন, কী কী সমস্যা হবে এই স্কিমে বিনিয়োগ করলে। 


Senior Citizen Savings Scheme: কেবল ৬০ বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। পঞ্চবার্ষিক পরিকল্পনায় বছরে ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়। যদিও SCSS একটি নির্দিষ্ট সুদের হারের সঙ্গে একটি নিরাপদ আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। সেই সঙ্গে রয়েছে এই স্কিমের কিছু অসুবিধাও ৷ SCSS-এ তাদের টাকা রাখার আগে বিনিয়োগকারীদের স্কিমের সুবিধা-অসুবিধা মাথায় রাখতে হবে। এখানে এই স্কিমের অসুবিধাগুলি তুল ধরা হল।  


দাবি করা সুদের আয়ের ওপর কোনও সুদ নেই:
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রতি ত্রৈমাসিকে সুদ দেয়। যদি অ্যাকাউন্ট হোল্ডার সুদ দাবি না করেন, তবে এর উপর কোনও অতিরিক্ত অর্থ উপার্জন করা যাবে না।


SCSS-এ TDS:
এক আর্থিক বছরে মোট সুদ ৫০ হাজার টাকার বেশি হলে SCSS অ্যাকাউন্টে অর্জিত সুদ থেকে TDS কাটা হবে।


স্থির সুদের হার:
এই স্কিমের অধীনে সুদের হার স্থির করা হয়েছে, যার অর্থ হল যে ব্যক্তিরা আগে অ্যাকাউন্ট খুলেছেন, তারা অসুবিধায় পড়তে পারেন। তারা আরও ভাল সুদের হার পেতে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারে, তবে সেই ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে।


বয়স সীমা
শুধুমাত্র ৬০ বছরের বেশি ব্যক্তিরা সুবিধাগুলি পেতে পারেন। ৫০ থেকে ৬০ বছরের মধ্যে প্রতিরক্ষা কর্মচারী বা ৫৫ থেকে ৬০ বছরের অসামরিক কর্মচারীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, যদি তারা স্বেচ্ছাসেবী অবসর স্কিম (ভিআরএস)  বেছে নেন। তবে ৩০ ও ৪০ এর ব্যক্তিরা এই স্কিমের সুবিধা পাবেন না।


Senior Citizen Savings: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার
এই ক্ষেত্রে আমানতের তারিখ থেকে 31 মার্চ/30 জুন/30সেপ্টেম্বর/31 ডিসেম্বর পর্যন্ত সুদ দেওয়া হয় এপ্রিল/জুলাই/অক্টোবর/জানুয়ারির প্রথম কার্যদিবসে, প্রথম ক্ষেত্রে ও তারপরে সুদ দেওয়া হয় এপ্রিল/জুলাই/অক্টোবর/জানুয়ারির ১ম কার্যদিবসে।


30 জুন, 2023-এ শেষ ত্রৈমাসিকের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার 8.2% রাখা হয়েছে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে। আমানতকারী অ্যাকাউন্টটি আরও 3 বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন।


 কোনও সমস্যা হলে নির্দিষ্ট সময়ের আগেই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন অ্য়াকাউন্টহোল্ডার। সেই ক্ষেত্র কিছু শর্ত রয়েছে। SCSS-এ আমানত আয়কর আইনের 80-C এর অধীনে কর ছাড়ের যোগ্য।


আরও পড়ুন : Property Rights: বাবার সম্পত্তি দাবি করতে পারে মেয়ে ? কী বলছে আইন