সুনীত হালদার, হাওড়া : দাবি মতো পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায়, হাওড়ার (Howrah) পাঁচলায় ব্যবসায়ীর অফিসে ঢুকে মারধর করার অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরাবন্দি হল ছবি। ওই ছবি ৩-৪ বছর আগে, অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। কারও দোষ প্রমাণিত হলে শাস্তি হবে, সাফ কথা জেলা তৃণমূল নেতৃত্বের।


বৃহস্পতিবার সকালে ১১ টা নাগাদ হাওড়ার পাঁচলায় নিজের অফিসে দুই সহকারীর সঙ্গে বসে ছিলেন ব্যবসায়ী। হঠাৎ দরজা খুলে ঢুকে পড়েন এলাকার এক তৃণমূল নেতা। শুরু হয় কলার ধরে ব্যবসায়ীকে মারধর। সিসিটিভিতে ধরা পড়ে যে ছবি। ব্যবসায়ীর অভিযোগ, দাবি মতো পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এই হামলা। অফিসে ঢুকে মারধর করেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে পাঁচলার জুজুরশাহ এলাকায়। সকাল ১১টা নাগাদ অফিসে বলে ছিলেন ব্যবসায়ী সত্যজিৎ জাঠি ও তাঁর ভাইপো। অভিযোগ, সেই সময় অফিসে হামলা ঢুকে মারধর করেন জুজুরশাহ অঞ্চলের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি খলিলুর রহমান ও তাঁর অনুগামীরা। ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)। 


ব্যবসায়ীর অভিযোগ, দিন কয়েক আগে তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল নেতা। সেই টাকা না দেওয়ায় এই হামলা। অভিযুক্ত তৃণমূল নেতা খলিলুর রহমান ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, ভিডিওটি তিন-চার বছর আগেকার। তিনি বৃহস্পতিবার এলাকায় ছিলেন না। ব্যবসায়ী মিথ্যা অভিযোগ করছেন। তিনি কোনও টাকা দাবি করেননি। পাঁচলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। যে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ বলেছেন, 'পুলিশি তদন্তের পাশাপাশি, দল থেকেও আলাদা করে তদন্ত করা হবে। দোষ প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।


আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ


পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।                        


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?