SEBI Ban on Vijay Mallya: সেবি অর্থাৎ স্টক মার্কেট রেগুলেটর সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি শিল্পপতি বিজয় মাল্যর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের সিকিউরিটিজ বাজারে বিজয় মাল্য (Vijay Mallya) আগামী ৩ বছরের জন্য আর কোনও লেনদেন করতে পারবেন না। শেয়ার বাজারে কেনা-বেচা করতে পারবেন না। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই কোনও বেচা-কেনা করতে পারবেন না তিনি। সিকিউরিটিজ বাজারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করল সেবি (SEBI Ban on Vijay Mallya)। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী তিন বছরের জন্য।


অবিলম্বে কার্যকর হয়েছে সেবির আদেশ


২০২৪ সালের ২৬ জুলাই একটি অর্ডারে সেবি জানিয়েছে আদেশ জারি করার তারিখ থেকে আগামী তিন বছরের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে কোনওভাবেই ভারতের সিকিউরিটিজ বাজারের কোনও তালিকাভুক্ত সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই সময়ের মধ্যে বিজয় মাল্যর মিউচুয়াল ফান্ডের ইউনিট সহ যে কোনও সিকিউরিটিজ স্থগিত করা হল। আর বিজয় মাল্যর সম্পর্কে সেবির এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে।


জানুন পুরো বিষয়


সেবি তদন্ত করে দেখেছে যে বিজয় মাল্য পরোক্ষাভাবে তাঁর নিজের গ্রুপ কোম্পানির শেয়ারে লেনদেন করেছেন। সেবির চিফ জেনারেল ম্যানেজার অনিতা অনুপ তাঁর নির্দেশিকায় জানিয়েছেন, 'সমস্ত তথ্য ও প্রমাণ দেখার পর আমি কোনও দ্বিধা ছাড়াই এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে বিজয় মাল্য তাঁর নিজের গ্রুপের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে FII রেগুলেটরি কাঠামো লঙ্ঘন করেছেন। এমনকী তিনি প্রতারণামূলক চুক্তিতে জড়িত যা কিনা বাজারের সমস্ত বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।


সেবি তাঁর তদন্তের মাধ্যমে সন্ধান পেয়েছে যে, বিজয় মাল্য হারবার্টসন এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের শেয়ারে ব্যবসার এক নতুন উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি ইউবিএসে বেসাইড, সানকোস্ট এবং বার্চ উড নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এই তিন সংস্থা বিজয় মাল্যর কাছে ৬.১৫ ডলার স্থানান্তর করেছে। মূলত এই টাকাটা এসেছিল ভেঞ্চার নিউ হোল্ডিং লিমিটেডের কাছে আর এই সংস্থার মালিক ছিলেন বিজয় মাল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: BSNL Prepaid Plan : অভিনব প্ল্যান BSNL-এর, একবার রিচার্জেই প্রায় বছরভরের নিশ্চিন্তি; মিলবে অফুরান ডেটাও