SEBI Order: ঐতিহাসিক পদক্ষেপ করেছে সেবি। TrafficSol ITS Technologies সংস্থার SME সেগমেন্টের আইপিওকে বাতিল ঘোষণা করেছে সেবি এবং সংস্থাকে কড়া নির্দেশ দিয়েছে যাতে আগামী ৭ দিনের মধ্যে আইপিওতে (IPO News) বিনিয়োগকারীদের সংগৃহীত সমস্ত টাকা ফেরাতে হবে। শুধু তাই নয়, সুদসহ টাকা ফেরাতে হবে বিনিয়োগকারীদের। যে সমস্ত বিনিয়োগকারীকে এই আইপিও (IPO Alert) অ্যালট করা হয়েছিল তারা টাকা ফেরত পেয়ে যাবেন।


এই দিনের মধ্যে ফেরত দিতে হবে টাকা


সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি জানিয়েছে ট্রাফিকসোল আইটিএস টেকনোলজিস সংস্থাকে তার বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফেরাতে হবে। তাও সময় বেঁধে দিয়েছে সেবি। আগামী ১ সপ্তাহের মধ্যেই আইপিওর সমস্ত টাকা বিনিয়োগকারীদের ফেরাতে হবে এই সংস্থাকে। এই কাজের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ এবং সমস্ত মার্চেন্ট ব্যাঙ্কারকে দায়িত্ব দিয়েছে সেবি যাতে এই টাকা রিফান্ডের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তার নজরদারি করা যায়।


সেবি এর সঙ্গে জানিয়েছে এই টাকা ফেরতের পাশাপাশি ডিপোজিটরিকে এই সংস্থার সমস্ত শেয়ার আলাদা একটি ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর তারপরেই সংস্থার পক্ষ থেকে বিনিয়োগকারীদের ইস্যু করা শেয়ার বাতিল করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে।


কেন এই সিদ্ধান্ত নিল সেবি


২০২৪ সালের অক্টোবরে সেবি বম্বে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যাতে এই সংস্থার লিস্টিং স্থগিত করা হয়। সংস্থার আইপিও আনার আগের আবেদনের ড্রাফট ভালভাবে নিরীক্ষণ করছিল সেবি। ট্রাফিকসোল আইটিএস সংস্থার জমা করা রেড হেরিং প্রসপেক্টাস নিরীক্ষণ করতে গিয়েই সেখানে গরমিল চোখে পড়ে।


এই দিনে হওয়ার কথা ছিল লিস্টিং


বিগত ১৭ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে লিস্টিং হওয়ার কথা ছিল ট্রাফিকসোল আইটিএস টেকনোলজিসের আইপিওর। কিন্তু সেবি এই আইপিওর লিস্টিং বাতিল করেছে। আশ্চর্য হতে হয় এই আইপিও বাজারে আসার পরেই ১৩৫ গুণ সাবস্ক্রিপশন এসেছিল। ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে খোলা ছিল এই আইপিওর বিডিং আর আইপিওর মাধ্যমে ৬৪ লক্ষ নতুন শেয়ার ইস্যু করা হয়েছিল।


সংস্থার পক্ষ থেকে কী বক্তব্য


বিগত অক্টোবর মাসে যখন সংস্থার আইপিওকে নিষিদ্ধ ঘোষণা করে সেবি, সেই সময় সংস্থার পক্ষ থেকে সেবি  এবং বম্বে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছিল যে তারা রেড হেরিং প্রসপেক্টাসে উল্লিখিত সফটওয়্যার কেনার প্রকল্প বাতিল করেছে। আর সংস্থা এও জানিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জকে যে এবার থেকে নতুন ভেন্ডরদের সঙ্গে কন্ট্রাক্ট করা হবে এবং শেয়ারহোল্ডারদের অনুমতি ছাড়া সেই কন্ট্র্যাক্টে অনুমোদন দেওয়া হবে না।


আরও পড়ুন: Stocks For The Week : চলতি সপ্তাহে ২০ শতাংশ লাভ দিতে পারে এই চার স্টক, বলছে এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ