SEBI Rule: অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া সমস্ত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টিকে জানিয়েছে যে এবার থেকে যে সমস্ত বিনিয়োগকারীরা স্মলক্যাপ ও মিডক্যাপ স্টকে (Mutual Fund Regulator) বিনিয়োগ করেন তাঁদের লগ্নি সুরক্ষিত করতে নতুন করে নীতি নির্ধারণ করতে হবে। AMFI জানিয়েছে সমস্ত মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্যে এই সিদ্ধান্তই জানিয়েছে সেবি (SEBI)।
AMFI একটি চিঠিতে মিউচুয়াল ফান্ডগুলিকে উদ্দেশ্য করে জানিয়েছে যে, সেবির তরফ থেকে বলা হয়েছে দিনদিন বাজারে স্মলক্যাপ ও মিডক্যাপে লগ্নির (Mutual Fund Regulator) পরিমাণ ক্যাশফ্লো এত বাড়তে থাকছে সেখানে AMC-গুলির ইউনিট হোল্ডার প্রোটেকশন কমিটির সঙ্গে যৌথভাবে ট্রাস্টিগুলির এমন কিছু নীতি নির্ধারণ করা উচিত যেখানে বিনিয়োগকারীদের লগ্নি সুরক্ষিত থাকে। বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সেবি জানিয়েছে যে অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলি এবং ফান্ড ম্যানেজারেরা এই ধরনের পদক্ষেপ করতে উদ্যোগী হয়ে উঠবেন যা কিনা বিনিয়োগকারীদের লগ্নি ও আগ্রহ সুরক্ষার কাজে আশু প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে ইনফ্লো নিয়ন্ত্রণ, পোর্টফোলিও (Mutual Fund Regulator) রিব্যালান্সিং রয়েছে, কিন্তু এখানেই থেমে থাকবে না। সেবি জানিয়েছে, যে সমস্ত বিনিয়োগকারীরা আগে টাকা তুলে নিতে শুরু করেছিলেন, তাঁদের সঙ্গে সঙ্গে অন্য কোনও বিনিয়োগকারী যাতে পিছিয়ে না থাকেন সেই বিষয়টিও দেখতে হবে। সেবি জানিয়েছে সমস্ত AMCগুলি ট্রাস্টিদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরেই ২১ দিনের মধ্যে এই সংক্রান্ত নীতি তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছে।
আদপে AMFIকে উদ্দেশ্য করে সেবির এই নতুন নীতির ব্যাপারে জানিয়ে একটি চিঠি লেখা হয়েছিল আর তাঁর কারণেই মূলত গতকালের বাজারে একটা বিরাট পতন লক্ষ্য করা যায়। আর সেখানে স্মলক্যাপ ও মিডক্যাপ সংস্থার স্টকগুলিই বেশিমাত্রায় পতন লক্ষ্য করে।
স্মলক্যাপ ও মিডক্যাপ সংস্থার ফান্ডে (Mutual Fund Regulator) এত বেশি পরিমাণে বিনিয়োগের মাত্রা দেখে টনক নড়েছে সেবির। সেবি স্পষ্টতই চিন্তিত এই নিয়ে যে বাজারে যদি সামান্যতম পতন দেখা যায় তাহলে এই সমস্ত স্মলক্যাপ ও মিডক্যাপ সংস্থাগুলি কীভাবে সামাল দেবে। এছাড়াও সেবি জানিয়েছে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলির ফান্ড ম্যানেজারদের পক্ষ থেকে সেই ফান্ডের বিষয়ে আরও তথ্য যেন বিনিয়োগকারীদের জানানো হয়। এমনকী এই সব ফান্ডে বিনিয়োগের যে ঝুঁকি রয়েছে সে বিষয়েও জানানো দরকার।
আরও পড়ুন: DA Hike: শীঘ্রই বাড়তে চলেছে DA, ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার, জানুন কত বেতন বাড়বে