কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহের কথা বলা হয়েছে এবং প্রতিটি গ্রহ কোন না কোন রাশির সঙ্গে সম্পর্কিত। দেবগুরু বৃহস্পতি সুখ, সৌভাগ্য, বিবাহ ও জ্ঞানের কারক। কুণ্ডলীতে বৃহস্পতি উচ্চপদস্থ হলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এবং তার জীবনে প্রচুর সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং সম্মান লাভ করে। এছাড়া এ ধরনের ব্যক্তি সুন্দর ও আকর্ষণীয়ও হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতির মহাদশা ১৬ বছর স্থায়ী হয়। আসুন জেনে নেই বৃহস্পতির মহাদশার প্রভাব, ফলাফল ও প্রতিকার। 


কুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে কর্মক্ষেত্রে ব্যক্তিটি প্রচুর সুবিধা পায়। তিনি জ্ঞানী। সে জীবনে উচ্চ পদ, সম্মান, সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। যেখানে বৃহস্পতির ষোড়শ মহাদশায় তিনি অঢেল সম্পদ, সুখ ও সম্মান লাভ করেন। তিনি সততা ও ধর্মের পথ অনুসরণ করে অনেক জনপ্রিয়তা ও সাফল্য পান। এই ধরনের লোকেরা শিক্ষা ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক নাম অর্জন করে। 


বৃহস্পতি কুণ্ডলীতে অশুভ বা দুর্বল হলে সেই ব্যক্তিকে কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি পেট সংক্রান্ত রোগে জর্জরিত। তার বিয়েতে বাধা রয়েছে। সন্তান ধারণে সমস্যা হতে পারে। অর্থনৈতিক অবস্থাও স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বৃহস্পতির মহাদশা সময়ে তাকে আরও সমস্যায় পড়তে হয়। 


বৃহস্পতির মহাদশা যদি অনেক ঝামেলার সৃষ্টি করে তাহলে জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত কিছু প্রতিকার করা উচিত। এটি অনেক স্বস্তি প্রদান করতে পারে। 


বৃহস্পতিবার উপোস করতে পারেন। এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান বৃহস্পতির পূজা করুন।


প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার স্নানের সময় সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এতে দাম্পত্য জীবনের বাধা দূর হয়। ভাগ্য আপনার পাশে আছে বলে মনে হচ্ছে। 


বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন এবং জল নিবেদন করুন। এছাড়াও গুড় এবং ছোলা ডাল অফার করুন। 


বৃহস্পতিবার হলুদ জামাকাপড় পরুন, হলুদ জিনিস দান করুন যেমন ছোলার ডাল, বেসন মিষ্টি এবং নিজে সেবন করুন। 



ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে