SEBI Banned: ভারতের সিকিউরিটি বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI Order) সম্প্রতি এক ইউটিউবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। ইউটিউবারের (YouTuber Fined) বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এবং তাঁর সংস্থা ইউটিউবে ভিডিয়োর মাধ্যমে মিথ্যে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ব্যবসা করছিলেন। এমনকী অনৈতিকভাবে অবৈধ বিনিয়োগ পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন সেই ইউটিউবার। আর এই অপরাধে ৯.৫ কোটি টাকা জরিমানা ধার্য করেছে সেবি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইউটিউবার রবীন্দ্র বালু ভারতী এবং তাঁর সংস্থা রবীন্দ্র ভারতী এডুকেশন ইনস্টিটিউটের বিরুদ্ধে পদক্ষেপ করেছে অবৈধভাবে বিনিয়োগ পরামর্শ দেওয়ার ব্যবসা চালানোর জন্য। ২০২৫ সালের ৪ এপ্রিল পর্যন্ত সিকিউরিটিজ বাজারে নিষেধাজ্ঞা জারি হয়েছে রবীন্দ্র ভারতীর উপরে। এমনকী তাঁকে ৯.৫ কোটি টাকা জরিমানা হিসেবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেবির তরফে যা তিনি অনৈতিক কাজকর্মের মাধ্যমে উপার্জন করেছিলেন।
ইউটিউবে অনৈতিক স্টক মার্কেটের কাজকর্মে নিষেধাজ্ঞা
তদন্ত করে সেবি দেখেছে যে রবীন্দ্র ভারতী এবং তাঁর সংস্থা অনভিজ্ঞ বিনিয়োগকারীদের প্রলোভন দেখিয়ে স্টক মার্কেটে বিনিয়োগের জন্য পরামর্শ দেয় এবং ট্রেডিংয়ের টিপস দেয়। রবীন্দ্র ভারতীর ইউটিউবে অনুরাগীর সংখ্যা ১৯ লক্ষ। আর এই বিপুল সংখ্যক অনুরাগীদের সুযোগ নিয়ে বেশিরভাগ অনুরাগীকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কাজে প্রলুব্ধ করতেন তিনি। সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট কিছু স্কিমে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে বিনিয়োগ করাতেন অনুরাগীদের, কিন্তু এই রিটার্নের সঙ্গে সঙ্গে উচ্চমাত্রার ঝুঁকির বিষয়টি কখনই জানাতেন না তিনি। এমনকী সেবির যে রেজিস্ট্রেশন প্রয়োজন পড়ে এই ধরনের কনসালট্যান্সির জন্য, তাও ছিল না রবীন্দ্র ভারতীর।
মূলত ম্যানিপুলেটিভ কৌশল অবলম্বন করে বহুবিধ বিনিয়োগকারীকে একাধিক স্কিম বিক্রি করেছেন তিনি। এমনকী এক্ষেত্রে সেই বিনিয়োগকারীরা টাকা লাগালেও তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও ছিল না এই সমস্ত স্কিমে। সেবির এই নির্দেশ থেকে জানা যায় যে, ভারতীর সংস্থা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে এবং গ্রাহকদের আগ্রহ ও ইচ্ছের বিরোধিতা করে নিজের মুনাফালাভের জন্য তাদের ভুলপথে চালিত করেছে।
যে পরিমাণ জরিমানা ধার্য করা হয়েছে রবীন্দ্র ভারতীর উপরে, তা ছাড়াও সেবি তাঁর এবং সেই সংস্থার উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। সেবি জানিয়েছে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সংস্থা, সংস্থার প্রধান ভারতী কোনো রকম সিকিউরিটিজ সংক্রান্ত কাজকর্মে যুক্ত থাকতে পারবেন না। এমনকী যথাযথ সেবি রেজিস্ট্রেশন ছাড়া কোনোরকম বিনিয়োগের পরামর্শ দিতে পারবেন না ভারতী, আর এছাড়াও ভারতী এবং তাঁর সহযোগীদের উপর ১০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে সেবি। মূলত স্টক মার্কেটে ব্রোকার এবং ইনভেস্টমেন্ট কনসালট্যান্টদের জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ করেছে সেবি।