M Damodaran: আন্তর্জাতিক আদালতে (International Court) বড় 'ধাক্কা'খেলেন SEBI-র প্রাক্তন প্রধান এম দামোদরন। চুক্তির মামলা লঙ্ঘনের কারণে তাকে 200 কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে। অন্তত তেমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে।


দামোদরনকে কত জরিমানা বাবদ দিতে হবে 
বিজনেস ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন সেবি প্রধানকে এই মামলায় 24.84 মিলিয়ন ডলার জরিমানা দিতে বলা হয়েছে। ভারতীয় মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ২০৬ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও গ্লোকাল স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থা সংক্রান্ত একটি মামলায় এই জরিমানা করা হয়েছে। আমেরিকার ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন এই জরিমানা করেছে।


সব মিলিয়ে ৯২০ কোটি টাকা জরিমানা
Uphealth নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি। SEBI-এর প্রাক্তন প্রধান এম দামোদরন Glocal Healthcare Systems-এর একজন শেয়ারহোল্ডার। দামোদরন ছাড়াও গ্লোকাল হেলথ কেয়ার সিস্টেমস এর প্রোমোটার, প্রধান শেয়ারহোল্ডার এবং পরিচালকদেরও জরিমানা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আদালত মোট 110.2 মিলিয়ন ডলার অর্থাত্ প্রায় 920 কোটি টাকা জরিমানা করেছে।


এই কারণে জরিমানা করা হয়েছে 
এই কেসটি গ্লোকাল হেলথকেয়ার সিস্টেমে আপহেলথ শেয়ার কেনার সঙ্গে সম্পর্কিত। আপহেলথ আদালতে দাবি করেছে যে তারা গ্লোকাল হেলথকেয়ার সিস্টেমের 94.81 শতাংশ শেয়ার কেনার জন্য নগদ, স্টক এবং ঋণ হিসাবে 2,100 কোটি টাকা দিয়েছে। তবে তার পরেও তাকে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ দেননি প্রোমোটার ও পরিচালকরা। UpHealth অভিযোগ করেছে যে Glocal Healthcare Systems এর ফিন্যান্স রিপোর্ট তাদের সঙ্গে শেয়ার করা হয়নি।


শিকাগো ট্রাইব্যুনালে শুনানি চলছে
এর আগে আপহেলথ একটি ভারতীয় আদালতকে বলেছিল যে শেয়ার ক্রয় চুক্তির শর্তাবলী অনুসারে, চুক্তির সময় পক্ষগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা চালাতে সম্মত হয়েছিল। গ্লোকাল হেলথকেয়ার সিস্টেম সেই সময় ইউএস আদালতে  যাওয়া থেকে আপহেলথকে আটকানোর চেষ্টা করছিল এবং ভারতীয় আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ব্যানারে শিকাগো ট্রাইব্যুনালে মামলাটির শুনানি চলছে।


কী বলছে গ্লোকাল হেলথ কেয়ার
তবে, গ্লোকাল হেলথকেয়ার আপহেলথকে অপরাধমূলক জালিয়াতির অভিযোগ এনেছে। শিকাগো ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে একতরফা বলে দাবি করেছে কোম্পানি। স্বাস্থ্যপরিষেবা প্রদানকারী সংস্থাটি বলেছে, আপহেলথ এতে অপরাধমূলক জালিয়াতি করেছে। গ্লোকাল হেলথকেয়ারের মতে, সংশ্লিষ্ট আদালত এবং তদন্তকারী কর্তৃপক্ষ এটি বা এর ব্যবস্থাপনা বা শেয়ারহোল্ডারদের ভুল উপস্থাপনের কোনও প্রমাণ দেখাতে পারেনি। সংস্থাটি ভারতে বিভিন্ন ধারায় এই বিষয়ে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে। মার্কিন নিয়ন্ত্রক এসইসির কাছেও অভিযোগ করা হয়েছে।


Upcoming IPO: আগামী সপ্তাহে আসছে এই ১৩ আইপিও, কোনটিতে কত খরচ ?