Stock Market: শেয়ার বাজারে ছড়াচ্ছে গুজব। আর এই গুজবের প্রভাবে শেয়ারের দাম প্রভাবিত হচ্ছে এই সন্দেহে এর বিরোধিতা করেই বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI Guideline) কড়া পদক্ষেপ নিয়েছে। একটি নয়া নির্দেশিকা জারি করে সেবি জানিয়েছে আগামী ১ জুন থেকে স্টক মার্কেটে তালিকাভুক্ত দেশের সেরা ১০০ সংস্থা এবং আগামী ডিসেম্বর মাসে বাকি ১৫০টি সংস্থার উপর এই নিয়ম কার্যকর হবে।


সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি (SEBI Guideline) ভারতের বাজারে তালিকাভুক্ত সমস্ত সংস্থা, দেশের স্বীকৃত স্টক এক্সচেঞ্জ, তিনটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, CII-এর উপর এই নয়া নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে বাজারে যে সমস্ত গুজব ছড়াবে তা যাচাইয়ের ব্যাপারে ব্যবসার সহযোগিতার জন্য ইন্দাস্ট্রি স্ট্যান্ডার্স ফোরাম কাজ করবে। সেবির সঙ্গেই এই সংস্থা কাজ করবে যেখানে অন্তর্ভুক্ত আছে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্টক মার্কেট সম্পর্কিত গুজব যাচাই করার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জারি করা হয়েছে।


সেবির (SEBI Guideline) অধীনে তালিকাভুক্ত হওয়ার জন্য যে নিয়মবিধি আছে তাঁর ভিত্তিতেই এই গুজবগুলি যাচাই করা হবে। স্টক এক্সচেঞ্জ সহ এই তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাঁদের ওয়েবসাইটে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্রকাশ করতে হবে। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালিকাভুক্ত সমস্ত সংস্থাকে এই নির্দেশিকা মেনে চলতে হবে এবং ব্যবসার মান ও বিধি অনুসরণ করতে হবে। সেবির নিয়মে এই নয়া বিধি কার্যকর হবে ২৫০টি সংস্থার উপর। আগামী ১ জুন ২০২৪ থেকেই কার্যকর হবে এই নিয়ম। প্রথমে দেশের শীর্ষ ১০০ সংস্থা পড়বে এর আওতায়, তারপর ১ ডিসেম্বর ২০২৪ থেকে বাকি ১৫০টি সংস্থাও আসবে এই নির্দেশিকার অধীনে।


সেবি (SEBI Guideline) এই নিয়মের অধীনে যদি কোনও গুজবের কারণে বাজারে শেয়ারের দামে কোনও বদল আসে তাহলে এর ২৪ ঘণ্টার মধ্যেই এই গুজব যাচাই করে দেখতে হবে। ফলে এই বিধি বাজারে তালিকাভুক্ত সমস্ত সংস্থার জন্যেই প্রযোজ্য।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Best Stocks To Buy: এক বছরে ৫০৫ শতাংশ রিটার্ন দিয়েছে, এটি একটি মাল্টিব্যাগার PSU স্টক