Reliance Securities: বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওরফে সেবি শুক্রবার ২৯ নভেম্বর রিলায়েন্স সিকিউরিটিজ সংস্থার উপর ৯ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। বাজারের নিয়ম নীতি এবং স্টক ব্রোকারেজ ফার্মের (Reliance Securities) নিয়ম লঙ্ঘন করেছে এই সংস্থা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে রিলায়েন্স সিকিউরিটিজ সংস্থার বুক অফ অ্যাকাউন্টস, রেকর্ডস এবং সংস্থার ব্যক্তিদের (SEBI) অন্যান্য সমস্ত নথি অনুসন্ধান করা হয়েছে। এই সংস্থা সেবির নিবন্ধীত এক স্টক ব্রোকার। আর এই অনুসন্ধানেই গরমিল খুঁজে পেয়েছে সেবি, তাই ৯ লক্ষ টাকা জরিমানা আরোপ হয়েছে সংস্থার পক্ষ থেকে।


২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রিলায়েন্স সিকিউরিটিজের সমস্ত তথ্য যাচাই করে দেখেছে সেবি এবং তাতে উঠে এসেছে যে এই সংস্থা স্টক ব্রোকারেজের কিছু কিছু নিয়ম লঙ্ঘন করেছে সংস্থা। এই তদন্তের সূত্র থেকে ২০২৪ সালের অগাস্ট মাসে সেবি রিলায়েন্স সিকিউরিটিজ সংস্থাকে একটি শো-কজ নোটিশও পাঠিয়েছে। আর তারপরে ৪৭ পাতার একটি নির্দেশিকায় সেবি বহুবিধ নিয়ম লঙ্ঘনের উল্লেখ করেছে যার জন্য অভিযুক্ত রিলায়েন্স সিকিউরিটিজ। গ্রাহকদের অর্ডার প্লেসমেন্টের সমস্ত তথ্য ও নথি যথাযথভাবে বজায় না রাখা, টার্মিনাল লোকেশনে গরমিল, অন্য ব্রোকারদের সঙ্গে অফিস শেয়ার করে কাজ করা ইত্যাদি সমস্যা রয়েছে এই সংস্থাকে ঘিরে।


সেবিও এও তদন্ত করে দেখেছে যে রিলায়েন্স সিকিউরিটিজের অথরাইজড পার্সন জিতেন্দ্র কম্বর এবং নৈতিক শাহ মাঝেমধ্যেই অন্য ব্রোকারেজ হাউসের এপিদের সঙ্গে জায়গা ভাগ করে সংস্থার অভ্যন্তরীণ কাজকর্ম করেছেন যা সংস্থার গ্রাহকদের তথ্য অসুরক্ষিত রাখার সামিল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার ! আদানি কাণ্ডের পর ঘুরে দাঁড়িয়েও গতি টিকল না, ১২০০ পয়েন্ট পতন সেনসেক্সে