Sensex Today: আজ ২৮ নভেম্বর সপ্তাহের চতুর্থ ট্রেডিং দিনে শুরুতে ফ্ল্যাট বাজার খুললেও তারপর থেকেই ক্রমশ পতন নেমে আসে শেয়ার বাজারে (Stock Market Crash)। আবারও রক্তাক্ত শেয়ার বাজার। সেনসেক্স পড়তে পড়তে ফের নেমে এসেছে ৮০ হাজারের নিচে। এক ধাক্কায় ১ হাজার পয়েন্ট (Sensex Today) কমেছে সূচক। নিফটিও নেমে এসেছে ২৪ হাজারের নিচে। শুধু তাই নয় ব্যাঙ্ক নিফটিও আজ পতনে বন্ধ হয়েছে। নিফটি ৫০ সূচক আজ ৩৬০ পয়েন্ট অর্থাৎ ১.৪৯ শতাংশ কমেছে এবং সেনসেক্স কমেছে ১.৪৮ শতাংশ অর্থাৎ ১১৯০ পয়েন্ট।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সেনসেক্স ৭৬৭.৩৪ পয়েন্ট পড়ে যায়, আর তখনই নেমে আসে ৮০ হাজারের নিচে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এই সময় নেমে এসেছিল ২৪,০৫২ পয়েন্টে। মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনের কারণে আইটি শেয়ারগুলিতে ৪ শতাংশ পতন এসেছে, নিফটি আইটি সূচক পড়েছে ২.৩ শতাংশ। লারসেন অ্যান্ড টার্বো, ইনফোসিস, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক ইত্যাদি স্টকে ভারী পতন এসেছে। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদির পতনের কারণেই সেনসেক্সে ৫৭০ পয়েন্ট পতন নেমে আসে।
আজকের বাজারে ইন্ডিয়া ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি সূচক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১৫.২২। আদানি গ্রুপের স্টকে গতকালও যেমন বিপুল উত্থান দেখা গিয়েছিল, আজ বাজারের শুরুর দিকেও সবুজে ছিল স্টকগুলি। আজ সকালেই ৯.৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল এই স্টকগুলি। বুধবারের বাজারে যে ১৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিয়েছে আদানি গ্রুপ।
আজ সেনসেক্সের ইনফোসিস শেয়ারে সবথেকে বেশি পতন এসেছে, ৩.৪৬ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম। ৩০টি শেয়ারের মধ্যে মাত্র ১টি শেয়ারেই তেজিভাব দেখা গিয়েছে আজ। অন্যদিকে নিফটি সূচকের ৫০টি শেয়ারের মধ্যে ৪টি শেয়ারে তেজিভাব লক্ষ্য করা গিয়েছে এবং বাকি ৪৬টি শেয়ারেই এসেছে পতন। নিফটির মধ্যে এসবিআই লাইফের শেয়ারে আজ ৫.৪১ শতাংশ পতন এসেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NTPC Green Energy: লিস্টিংয়ের পরেই এক লাফে ১৪ শতাংশ বাড়ল এই শেয়ারের দাম, প্রফিট বুক করবেন ?