Stock Market: বিভ্রান্তিমূলক তথ্য় ছড়িয়ে লুঠ করা যাবে না। কৃত্রিম মেধাকে (AI) এবার কাজে লাগাচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা( SEBI)। সম্প্রতি ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) AI -র ব্যবহার নিয়ে খোলসা করেছে সেবি।
কী নতুন ব্যবস্থা নিচ্ছে সেবি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সেবিও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার শুরু করেছে। SEBI সদস্য কমলেশ চন্দ্র ভার্শনি শনিবার জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রক তদন্তের জন্য AI ব্যবহার করছে। সেই ক্ষেত্রে বাজারে নিয়ম না মেনে কাজ করলে ভুগতে হবে প্রতারকদের। একই সঙ্গে ব্রোকারদেরও সতর্ক থাকার কথা বলেছেন তিনি। ভার্শানির মতে, ভারতের শেয়ার বাজারে এই ধরনের অপচেষ্টা দমনে ব্রোকারদের এগিয়ে আসতে হবে। তবে ট্রেডিং বা বিনিয়োগে স্বচ্ছতা আসবে।
নিয়মের কারসাজি বরদাস্ত করা হবে না
সেবি জানিয়েছে ,দ্রুত তদন্ত ছাড়াও, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। এই বিষয়ে ভার্শনে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত প্রযুক্তির পরিবর্তনের দিকে নজর রাখা। ন্যাশনাল এক্সচেঞ্জ মেম্বারস অফ ইন্ডিয়া (ANMI) এর প্রোগ্রামে অংশ নিয়ে SEBI-এর পক্ষে স্বচ্ছতা ও নিয়মের হেরফের বন্ধ করার বিষয়ে আলোকপাত করেন তিনি। ভার্শনে বলেন, পুঁজিবাজারে আইন মেনে চললেই লাভ হবে। নিয়ম লঙ্ঘন করলে সমস্যা হবে।
ব্রোকারদের কী পরামর্শ সেবির
সেবির তরফে বলা হয়েছে , শেয়ার বাজারে যারা মানুষকে বিভ্রান্ত করে তাদের থামাতে SEBI প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে ব্রোকারদেরও সতর্ক থাকার এবং এই ধরনের প্রচেষ্টা প্রতিরোধ করার জন্য আবেদন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। SEBI বর্তমানে বাজারে বিভ্রিন্তিমূলক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে ফ্রন্ট রানার বা বড় নামদেরও ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতেই এই উদ্যোগ ।
ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা
তবে এতে যে ব্রোকারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তা স্বীকার করে নিয়েছে সেবি। সংস্থার তরফে বলা হয়েছে, ব্রোকাররা সমর্থন করলে বাজারে অনিয়ম খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এর সাথে কিছু ব্রোকারও জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না সংস্থা।
প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে সেবি
গত বছর সেবি বলেছিল, সংস্থা প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেবে। এর জন্য জিওট্যাগিংও শুরু করা হবে। এছাড়া নিয়ন্ত্রকের তথ্যপ্রযুক্তি সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। প্রযুক্তির সাহায্যে তদন্তে ত্রুটি দূর করা হবে।
Canara Bank shares: সোমে ছুটবে কানারা ব্যাঙ্কের শেয়ার, এই খবরের পড়বে প্রভাব ?