Rukmini Riar:  চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, স্বামীজী বলেছিলেন। মহৎ কিছু করতে গেলে, বড় কিছু অর্জন করতে হলে দরকার কঠোর পরিশ্রম। পরিশ্রমই আসলে সাফল্যের মূল কথা আর দরকার প্রবল ইচ্ছে। তবেই সব বাধা কাটিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। জীবনে যে কোনও ক্ষেত্রে এটি অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণ করেছেন আরেক মেধাবী তরুণী। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় যিনি পাশ করতে পারেননি, তিনি আজ দেশের একজন সফল IAS। টুয়েলভথ ফেল নয়, সিক্সথ ফেল আইএএস অফিসার রুক্মিণী রিয়ার। কেমন ছিল তাঁর সাফল্যের (IAS Success Story) কাহিনি ? কীভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে এলেন তিনি ?


স্কুলে পড়ার সময় রুক্মিণী খুব একটা ভাল ছিলেন না পড়াশোনায়। ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন তিনি। গুরুদাসপুরমে স্কুলে পড়তেন রুক্মিণী এবং তারপর তিনি চতুর্থ শ্রেণিতে ভর্তি হন স্যাক্রেড হার্ট স্কুলে, ডালহাউসিতে। অমৃতসরে গুরুনানক দেব বিশ্ববিদ্যালয় থেকে রুক্মিণী সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। তারপর সমাজবিজ্ঞান নিয়েই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা (IAS Success Story) করতে ভর্তি হন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউটে।


টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রুক্মিণী রিয়ার বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। তাঁর মধ্যে মাইসোরে আশোদা এবং মুম্বইতে অন্নপূর্ণা মহিলা মন্ডলে ইন্টার্নশিপ করেন রুক্মিণী রিয়ার। আর এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে রুক্মিণী সিভিল সার্ভিসের প্রতি আকৃষ্ট হন। তারপর ঠিক করেন ইউপিএসসি পরীক্ষায় (IAS Success Story) বসবেন তিনি। ২০১১ সালে রুক্মিণী প্রথমবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। কিন্তু কোনও কোচিং নেননি তিনি। নিজে নিজে পড়াশোনা করেই এই সাফল্য পেয়েছেন রুক্মিণী রিয়ার।


তিনি নিজের প্রস্তুতির জন্য মূলত NCER-এর টেক্সট বুক পড়তেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়ের টেক্সট বুক তাঁর পড়া ছিল। এছাড়া রোজ পড়তেন খবরের কাগজ এবং পত্র-পত্রিকা।


রুক্মিণী রিয়ারের সাফল্যের কাহিনি অ্যাকাডেমিক্স এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বাইরের একটা জগত যেন। তাঁর কাহিনি আসলে ধৈর্য, সহনশীলতা আর বিজয়ের কাহিনি। মানুষের যে নিজের ভিতরের স্পৃহা, রুক্মিণী রিয়ার যেন সেই স্পৃহার প্রতীক। ক্লাস সিক্সে ফেল করেও দেশের সফল IAS হয়ে ওঠা রুক্মিণীর জীবন দেশের আরও আরও ছেলেমেয়েদের কাছে আইকন হয়ে উঠেছে।


আরও পড়ুন: 


Education Loan Information:

Calculate Education Loan EMI