Share Market Update: প্রতীক্ষার শেষ, খুলে গেল সেনকো গোল্ডের (IPO)। আজ ৪ জুলাই সাবস্ক্রিপশনের প্রথম দিন। ৬ জুলাই বন্ধ হবে এই ইস্যু। কোম্পানির শেয়ার উভয় এক্সচেঞ্জেই তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
Senco Gold IPO Day 1: বরাদ্দ ও তালিকাভুক্ত হওয়ার তারিখ
১১ জুলাই শেয়ার বরাদ্দের জন্য নির্ধারিত হয়েছে, যেখানে শেয়ার ক্রেডিট হবে ১৩ জুলাই। শেয়ারগুলি ১৪ জুলাই এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। 'আপার প্রাইস ব্যান্ডে' ফার্মটির মূল্য ২৪৬০ কোটি টাকা রাখা হয়েছে।
Stock Market Update: কত টাকার শেয়ার ইস্যু
এই IPO-তে ২৭০ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু বাজারে আনা হবে। এর মধ্য়ে শেয়ারহোল্ডার - SAIF Partners India IV Ltd-এর ১৩৫ কোটি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল (OFS)রয়েছে।
Senco Gold IPO Day 1: সেনকো গোল্ড আইপিও: প্রাইস ব্যান্ড
কোম্পানি ইস্যুটির জন্য শেয়ার প্রতি ৩০১-৩১৭ টাকা পর্যন্ত প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। অফারের প্রায় ৫০ শতাংশ যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য ১৫ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক ও ৩৫ শতাংশ খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
IPO Update: সেনকো গোল্ড আইপিও জিএমপি
সেনকো গোল্ডের শেয়ারগুলি তালিকাবিহীন স্টক মার্কেটে ইতিমধ্যেই লেনদেন শুরু করেছে। গয়না কোম্পানির শেয়ারগুলি আজ 'গ্রে মার্কেটে' ১০২ টাকা প্রিমিয়ামে পাওয়া যাচ্ছে৷ তবে শেয়ারবাজার বিশেষজ্ঞকরা আইপিও বিনিয়োগকারীদের শুধুমাত্র জিএমপির ভিত্তিতে বিনিয়োগ করতে মানা করছেন। বিশ্লেষকরা বলেছেন, জিএমপি কোনও সরকারি ডেটা নয়। কোম্পানির আর্থিক গতিপ্রকৃতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোম্পানির ব্যালেন্স শিটে এর মৌলিক বিষয়গুলি দেখার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Share Market Update: রেকর্ড গড়েই চলেছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার বাজারের মূল বেঞ্চমার্ক সূচকগুলি সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছে। FII বিনিয়োগকারীদের ভারতের বাজারে আগ্রাহ বৃদ্ধির ফলেই দুরন্ত গতি নিয়েছে সেনসেক্স, নিফটি। এদিন বিএসই সেনসেক্স 370 পয়েন্ট বেড়ে 65,580-তে পৌঁছেছে ও এনএসই নিফটি 50 80 পয়েন্ট বেড়ে 19,408 এর নতুন মাইলফলক স্পর্শ করেছে।
Bajaj Finance: বাজাজ টুইনসে দুরন্ত গতি
এদিন বাজার খুলতেই সবাইকে টেক্কা দিয়েছে বাজাজ টুইনস। সেনসেক্সে লাভের নেতৃত্ব দিয়েছে বাজাজ ফিন্যান্স। চলতি অর্থবর্ষে বিপুল পরিমাণ ঋণ বুকের কারণে এই এনবিএফসিতে নতুন ঋণ 34 শতাংশ বেড়ে 9.94 মিলিয়ন হয়েছে। যেকারণে 7 শতাংশ বেড়েছে বাজারের শেয়ার। পিছিয়ে থাকেনি বাজাজ ফিনসার্ভের মতো স্টক। ৫ শতাংশের বেশি গতি নিয়েছে এই শেয়ার।