Share Market Update: এবার সেনকো গোল্ড আনছে আইপিও (Senco Gold IPO)। ৪০৫কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফার (IPO) আনার কথা নিশ্চিত করেছে কোম্পানি। আগামী ৪ জুলাই বাজারে আসছে এই আইপিও।
Senco Gold IPO: কবে কিনতে পারবেন ?
তিন দিনের আইপিও ৬ জুলাই বন্ধ হবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিং ৩ জুলাই খোলা হবে। সেবির পাওয়া তথ্য অনুসারে, রেড হেরিং প্রসপেক্টাস (RHP) সেই কথা বলছে। এখানেই কোম্পানির যাবতীয় নথি সেবির কাছে জমা থাকে।
Stock Market Update: কত টাকার শেয়ার ইস্যু
এই IPO-তে ২৭০ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু বাজারে আনা হবে। এর মধ্য়ে শেয়ারহোল্ডার - SAIF Partners India IV Ltd-এর ১৩৫ কোটি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের অফার ফর সেল (OFS)রয়েছে।
Senco Gold IPO: কী কাজে ব্যবহার করা হবে এই টাকা
কোম্পানি নতুন ইস্যু থেকে ১৯৬ কোটি টাকা কার্যকারী মূলধন হিসাবে কাজে লাগাবে। বাকি আইপিও থেকে তোলা টাকা সাধারণ কর্পোরেট কাজের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। অন্তত তেমনই প্রস্তাব করেছে কোম্পানি।
CRISIL রিপোর্ট অনুসারে, কলকাতা-সদর দফতর সেনকো গোল্ড হল ভারতের পূর্বাঞ্চলে দোকানের সংখ্যার ভিত্তিতে বৃহত্তম সংগঠিত খুচরো গয়নার দোকান। এছাড়াও পূর্ব ভারতে এই জুয়েলারি ব্র্যান্ডের বহু খুচরো বিক্রেতা রয়েছে। বর্তমানে পূর্বের রাজ্যগুলির বাইরে ভৌগলিক পদচিহ্ন রেখেছে কোম্পানি। ভবিষ্যতে এই ব্যবসা আরও সম্প্রসারিত করতে চাইছে সেনকো গোল্ড।
Share Market Update: এতদিন ধরে এই উচ্চাতার অপেক্ষায় ছিল বিনিয়োগকারীরা। অবশেষে ১৯,০০০ পয়েন্টের মাইলফক ছুঁয়ে ফেলল নিফটি। পাশাপাশি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে সেনসেক্সও।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা
বুধবারের ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের জন্য ঐতিহাসিক দিন বলে প্রমাণিত হয়েছে। বাজারের প্রধান দুটি সূচকই রেকর্ড উচ্চতা ছুঁয়ে আজকের লেনদেন শেষ করেছে। পরে কিছুটা পড়লেও নতুন ঐতিহাসিক স্তরে বন্ধ হয়েছে দুই সূচক।
আজ দিনের লেনদেনের সময় বিএসই সেনসেক্স 64,000 পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়েছিল। পিছিয়ে থাকেনি নিফটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক প্রথমবারের মতো 19,000 পয়েন্ট অতিক্রম করেছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 500 পয়েন্টের লাফ দিয়ে 63,915 এ বন্ধ হয়েছে। নিফটি 50 155 পয়েন্টের লাফ দিয়ে 18,972 পয়েন্টে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার বকরি ইদের ছুটির কারণে ভারতীয় শেয়ারবাজার বন্ধ থাকবে।