Nifty: মার্কিন বাজারের প্রভাব পড়ল ভারতে (Share Market)। আমেরিকার মুদ্রাস্ফীতি কমতেই স্বস্তির নিশ্বাস নিচ্ছে বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এবার রেপো রেট একই রাখতে পারে আমেরিকার কেন্দ্রীয় বা ফেডারেল ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেপো রেট (Repo Rate) একই রাখলে স্বাভাবিক হবে শেয়ার বাজার (Sensex)। আগাম সেই খবর পেয়ে রেকর্ড গড়ল ইন্ডিয়ান স্টক মার্কেট (Stock Market)।  


Share Market: কেমন গতি বাজারে
সেনসেক্স 66,000 এর মনস্তাত্ত্বিক চিহ্ন অতিক্রম করেছে। নিফটিও আজ 19,500-এর উপরে ট্রেড করছে। এতদিন ধরে যা দুই সূচকের রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছিল।সব মিলিয়ে আজ সর্বকালের সেরা উচ্চতায় নিফটি, সেনসেক্স।হেভিওয়েটদের থেকে ত্রৈমাসিক ফলের খবর গতকালই পেয়েছে বাজার। HCL ভাল ফল না করলেও TCS লাভের মুখে দেখেছে। যার ফলে আইটি স্টক সকাল থেকেই দরন্ত গতিতে ছুটছে।  


Stock Market: খুচরো মূল্যবৃদ্ধির প্রভাব
ভারতে খুচরো মুদ্রাস্ফীতি চার মাস ধরে সেভাবে বাড়েনি।জুন মাসে প্রত্যাশিত 4.81%-তে রয়েছে খুচরো মুদ্রাস্ফীতির হার। খাদ্য ও সবজির দাম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি দেখা গেছে। জুনের খুচরো মূদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্কের উর্ধসীমা 6 শতাংশের মধ্যে রয়ে গেছে। যদিও এটি মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রার 4% এর ওপরে চলে এসেছে। তাই নতুন করে রেপো রেট বৃদ্ধির আশঙ্কা থাকছে না। গতকাল এই তথ্য সামনে আসার পরই স্বস্তি পেয়েছে ভারতের বিনিয়োগকারী। সকাল থেকেই তাই শেয়ারবাজারে কেনাকাটার ধুম।


Sensex: এবার থাকছে পড়ার আশঙ্কা
তবে বাজার সর্বকালের সেরা উচ্চতায় যাওয়ায় এবার কিছুটা নীচে নামবে। যা ভাল করেই বুঝতে পারছেন বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে আজই অনেকে প্রফিট বুকিং করে বেরিয়ে আসতে পারেন। তবে দীর্ঘমেয়াদের বিনিয়োগকারীদের জন্য তা খুব এরকটা সুখকর হবে না। অন্তত তেমনই ভাবছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শীঘ্রই বাজার 20,000 এর গতি টপকে যাবে। তবে তার আগে ফের 19,000 পয়েন্ট ছুঁতে বাজার। এরপরই বদলে যাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 


SBI: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরিজ লিমিটেড(NSDL)থেকে ২ শতাংশ শেয়ার বিক্রি করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। সোমবারই এই ঘোষণা করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।  
 
Share Market: কত শতাংশ শেয়ার ছিল 
ব্যাঙ্ক জানিয়েছে, এনএসডিএল এর মাধ্যমে সংস্থায় তার ৪০ লক্ষ ইক্যুইটি শেয়ার বিক্রি করবে কোম্পানি। এটি লক্ষণীয় যে SBI-এর NSDL-তে মোট ৫ শতাংশ শেয়ার রয়েছে, যার মধ্যে এটি মোট ২ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে ব্যাঙ্ক৷


Sensex: এই পাঁচ স্টকে ভরসা করতে পারেন বছরের পর বছর