Sensex: ভারতে এই স্টকগুলির ওপর ভরসা রাখেন বিনিয়োগকারীরা। দীর্ঘ সময় ধরে শেয়ার বাজারের উত্থান পতনেও আমানতকারীদের ভাল লাভের মুখ দেখিয়েছে এই পাঁচ স্টক। সবথেকে বড় বিষয় ভারতীয় বাজারের উত্থানৃ-পতন অনেকটাই নির্ভর করে এই স্টকগুলির ওপর।
Stock Market Update: তিন বছরের জন্য লাভের বৃদ্ধি ১০ শতাংশের বেশি হওয়া উচিতঅনেকে অপারেটিং প্রফিটের কথা বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনা করে। মনে রাখবেন, নেট লাভ একটি কোম্পানির সব দিক দর্শায়। নেট লাভ ঋণের জন্য কর ও সুদের ব্যয়ের মতো খরচের জন্যও হিসাব করে। যা ব্যবসার প্রকৃত উপার্জনকে প্রতিফলিত করে। নেট মুনাফা সব খরচ হিসাব করার পরে লাভের স্টেটমেন্ট আনে, এটি তাই বটম লাইন।
Best Stocks to Invest: দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য নিচের কয়েকটি বিকল্প রয়েছে-
১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজরিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় কোম্পানি, যা তেল থেকে রাসায়নিক (02C), তেল ও গ্যাস, খুচরো, ডিজিটাল পরিষেবা ও আর্থিক পরিষেবা বিভাগে কাজ করে। এই কোম্পানি দীর্ঘমেয়াদে কেনার জন্য সেরা শেয়ারগুলির মধ্যে একটি।
২) টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)Tata Consultancy Services Limited (TCS)ও ভারতের কোম্পানি, যা তথ্য প্রযুক্তি (IT) পরিষেবা , ডিজিটাল ও ব্যবসায়িক সমাধান দিয়ে থাকে। এটি ভারতে কেনার জন্য সবচেয়ে নিরাপদ শেয়ারগুলির মধ্যে একটি।
৩) ইনফোসিসইনফোসিস লিমিটেড পরামর্শ, প্রযুক্তি, আউটসোর্সিং ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবাগুলিতে নিযুক্ত রয়েছে। এটি ডিজিটাল পরিষেবা ও পরামর্শ ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ওয়ার্ল্ড লিডার।
৪) HDFC ব্যাঙ্কএইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (ব্যাঙ্ক) হল একটি আমাদের দেশের বেসরকারি ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠান পাইকারি ছাড়াও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে।
৫) হিন্দুস্তান ইউনিলিভারহিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও একটি ভারতের কোম্পানি। এটি ইউনিলিভার নামে একটি ব্রিটিশ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানির সদর দফতর মুম্বইতে । এই কোম্পানি সারা বিশ্বের সবচেয়ে বিখ্যাত FMCG কোম্পানিগুলির মধ্যে একটি। তাই এর শেয়ার বেশিরভাগ বিনিয়োগকারীদের সেরা পছন্দ।
Reliance Industries: অবসরের দিকে এগোচ্ছেন মুকেশ অম্বানি। একে একে রিলায়েন্সের বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দিতে শুরু করেছেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় মেয়ে ইশার ওপর আস্থা রেখেছেন ভারতের এই ধনকুবের। সেই কারণে কোম্পানির বড় দায়িত্ব দেওয়া হল ইশা অম্বানিকে। এখন কোটি কোটি টাকার বিশাল ব্যবসার একাংশ সামলাবেন ইশা।
আরও পড়ুন : Isha Ambani: রিলায়েন্সের সাম্রাজ্য ভাগ ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?