Stock Market Record:  এই নতুন সপ্তাহ একটা রেকর্ড উচ্চতা দিয়ে শুরু করার পরে আজ মঙ্গলবার ফের একবার র‍্যালি এল বাজারে। সকালের সেশনে বাজার খুলতেই প্রফিট বুকিংয়ের চাপে (Stock Market Record) নিচে নেমে এসেছিল সেনসেক্স সূচক (Sensex Today)। আর তাই সেনসেক্স এবং নিফটি উচয় সূচকই অনেকখানি পড়ে গিয়েছিল। তবে সেই পতন কাটিয়ে ফের দৌড় শুরু বাজারে। ৮৫ হাজার পেরিয়ে গেল সেনসেক্স সূচক।


আজ সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৮৪,৮৬০ পয়েন্টে নেমে এসেছিল এবং নিফটি ১৮ পয়েন্ট কমে ট্রেড করছিল ২৫,৯২১-এর স্তরে। তারপর সেনসেক্স ১৫০ পয়েন্ট পড়ে গিয়েছে। ৯টা ৫৫-র সময়ে ফের সেনসেক্স ৯০ পয়েন্ট বেড়ে ট্রেড করে ৮৫,০১৭ পয়েন্টে। এই প্রথমবার সেনসেক্স ৮৫ হাজারের সীমা পেরিয়ে গেল। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়াল ২৫,৯৭৫ পয়েন্টে।


শেয়ার বাজার খোলার আগেই ইঙ্গিত মিলেছিল


আজ দেশীয় বাজারে সকালের সেশনেই খানিক চাপ লক্ষ্য করা গিয়েছিল। প্রি-ওপেন সেশনে সেনসেক্স ট্রেড করছিল ৭০ পয়েন্ট ভেঙে ৮৪,৮৬০ পয়েন্টে। আর অন্যদিকে নিফটি ৫০ সূচক ১৮ পয়েন্ট ভেঙে ট্রেড করছিল ২৫,৯২০-এর স্তরে। সকালে আজ গিফট সিটিতে নিফটি ফিউচারস ৭৫ পয়েন্ট প্রিমিয়ামে ট্রেড করছিল।


রেকর্ড দিয়েই শুরু হয়েছিল বাজার


এর আগে সোমবার অর্থাৎ গতকাল দারুণ গতি দেখা গিয়েছিল বাজারে। ৩৮৪ পয়েন্ট বেড়ে গতকাল সেনসেক্স বন্ধ হয় ৮৪,৯২৮.৬১ পয়েন্টে। এর আগে সেনসেক্স ইন্ট্রাডে-তে একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল ৮৪,৯৮০.৫৩ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫০ ২৫,৯৫৬ পয়েন্টে পৌঁছে রেকর্ড গড়েছিল বাজারে। ১৪৮.১০ পয়েন্ট বেড়েছিল এই সূচক।


বিশ্ববাজারেও এসেছে তেজিভাব


সোমবার মার্কিন বাজারও দারুণ গতিতে বন্ধ হয়। ওয়াল স্ট্রিটে ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বন্ধ হয় ০.১৫ পয়েন্ট বেড়ে। এস অ্যান্ড পি ৫০০ সূচকও ০.২৮ শতাংশ বেড়েছে, অন্যদিকে ন্যাসড্যাক সূচকও ০.১৪ শতাংশ বেড়েছে। এশীয় বাজারে জাপানের নিক্কেই সূচক ১.৪৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২.১৮ শতাংশ তেজিভাব দেখিয়েছে, মেনল্যান্ড চায়নার সাংহাই কম্পোজিটও ১ শতাংশ বেড়ে গিয়েছিল গতকাল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Price: বদলে গেল জ্বালানি তেলের দাম, আজ পেট্রোল ভরাতে খরচ কমবে ?