দিল্লি : বুধবার ৬৯,৫৮৫ পয়েন্টে থেমে গিয়েছিল সেনসেক্স। আজ বৃহস্পতিবার সেখান থেকেই ফের লম্বা লাফ । এক ধাক্কায় প্রায় ১.৩৪ শতাংশ অথবা ৯২৯.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দিনের শেষে দাঁড়াল ৭০৫১৪.২০ পয়েন্টে । বাজার আজ শুরু থেকেই ঊর্ধ্বগতি দেখিয়েছে। মূল সূচক সবকটিই প্রায় সবুজ সঙ্কেত ছিল। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৫৬.৩৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১১৮২.৭০ পয়েন্টে। গত সপ্তাহে উত্থানের পর কিছুটা হলেও থিতিয়ে পড়েছিল বাজার (Share Market)। বুধবার বিএসই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) সপ্তাহের তৃতীয় দিন লোকসানের সঙ্গে ব্যবসা শুরু করেছিল। যদিও পরে বাজার ফিরে আসে। আর সপ্তাহের চতুর্থ দিনে বাজার ঘুরে দাঁড়ায়। ফলে বিনিয়োগকারীদের মুখে চওড়া হল হাসি।
কোন সেক্টর কোথায় দাঁড়িয়ে?
নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক যথাক্রমে ১.৩১ শতাংশ এবং ০.৮৫ শতাংশ বেড়েছে বৃহস্পতিবার বাজার শেষে। অন্যদিকে নিফটি ৫০০ সূচকটি প্রায় ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন বাজার বন্ধের সময় নিফটি মিডিয়া, নিফটি কনজিউমার ডিউরেবলস, এবং নিফটি হেলথকেয়ারের সূচকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই সূচকগুলি যথাক্রমে ০.৩৮, ০.১১ এবং ০.০৭ শতাংশ হ্রাস পেয়েছিল। India VIX এদিন বেশ অনেকটাই ঊর্ধ্বগতি দেখিয়েছে। ভিক্স সূচক বেড়েছে প্রায় ২.০৭ শতাংশ। বাজারের নিরিখে বৃহস্পতিবার নিফটি আইটি, নিফটি পিএসইউ, নিফটি অটো, নিফটি কমোডিটিজ ইত্যাদি সূচকগুলি লাভের মুখ দেখেছে। এর মধ্যে নিফটি আইটির উপর বুধবার যে চাপ পড়েছিল, এদিন সূচকের ৩.৫০ শতাংশ বৃদ্ধি বুঝিয়ে দিয়েছে যে আইটি সেক্টর ঘুরে দাঁড়িয়েছে।
টপ গেনার এবং টপ লুজ়ার
এদিন বাজারে সবথেকে বেশি লাভের মুখ দেখেছে HUDCO, Indian Railway Finance Corporation, PTC Industries, Steel Authority of India, IREDA, Sonata Software, Info Edge ইত্যাদি শেয়ার। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে PTC India, Nippon Life India Asset Management, Max Financial Services, Century Textiles & Industries, Maharashtra Seamless, Radico Khaitan, Max Healthcare -এর স্টকে।
শুক্রবার কেমন যাবে বাজার?
টেকনিক্যাল অ্যানালিসিস ও সূত্র বলছে, ৬ দিন ধরে যে কনসলিডেশন পর্যায়ে ছিল নিফটি সূচক এদিন তা ভেঙে যায়। নিফটি অনেকটা গ্যাপ আপে খোলে। ২১,১৮৩ পয়েন্টে ক্লোজিংয়ের সময় বুলিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা গিয়েছে। ফলে পরেরদিন বাজার ২১,৩০০ থেকে ২১,৪০০-র দিকে ধাওয়া করতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পতনের দিন কেটে গিয়ে এবার বাজারে গতি বাড়তে চলেছে, সেদিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা। এদিন প্রায় ৪ লক্ষ কোটি টাকা ফেরত পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে।
আরও পড়ুন: পার্সোনাল ফিনান্স এবং জীবন বিমা : এক নিরাপদ ভবিষ্যতের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা