Stock Market Update: বিশ্ববাজারের প্রভাবের জের, বৃহস্পতিবার 'রক্তাক্ত হল' ভারতীয় শেয়ার বাজার। দুর্বল চার্টের কারণে এদিন সকাল থেকেই বিক্রি দেখা যায় সূচকগুলিতে। বেশিরভাগ খাতেই মুনাফা বুকি করতে থাকেন বিনিয়োগকারীরা। ফলে বাজার বন্ধ হয় মাইনাস ২ পয়েন্টে। 


Stock Market Closing: কোথায় বন্ধ হয়েছে সূচক ?


দিনের শেষে নিফটির দৌড় থামে 15360.60 পয়েন্টে। -2.11 শতাংশ পতন দেখা যায় এই সূচকে। সেখানে সেনসেক্স -1.99 % কমে 51495.79 পয়েন্টে থামে। এদিন সকালের পরে ভারতীয় স্টকগুলিতে মুনাফা-বুকিং দেখা গিয়েছিল। যার কারণে বাজার লালে বন্ধ হয়েছে। আজকের লেনদেন শেষে, সেনসেক্স প্রায় 1045 পতনের সাথে বন্ধ হয়েছে ও নিফটি 331 পয়েন্ট কমে গেছে। মুনাফা-বুকিংয়ের কারণে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক তার সকাল থেকে সর্বোচ্চ 1767 পয়েন্ট হ্রাস পেয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সর্বোচ্চ স্তর থেকে 528 পয়েন্ট কমেছে।


Stock Market Update: সেক্টরের অবস্থা
শেয়ারবাজারে আজ অটো, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, ব্যাঙ্কিং, আইটি, মেটালস সেক্টর পতনের সাথে বন্ধ হয়েছে। কনজিউমার ডিউরেবলস, এফএমসিজি ও ফার্মা সেক্টরেও পতন দেখা গেছে। নিফটির 50 টি স্টকের মধ্যে 3 টি শেয়ার সবুজ চিহ্নে ও 47 টি শেয়ার লাল চিহ্ন দিয়ে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30 টি স্টকের মধ্যে 1 টি সবুজ চিহ্নে ও 29 টি শেয়ার লাল চিহ্নের মধ্যে বন্ধ হয়েছে। যার কারণে ভারতীয় শেয়ার বাজারে পতন ঘটে। এদিন সেনসেক্স ও নিফটি 52-সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। সবচেয়ে বেশি পতন দেখা গেছে মেটাল সেক্টরের শেয়ারে। মেটাল সূচক 4 শতাংশের পতন দেখেছে।


Stock Market Closing: কেন ভারতের বাজারে পতন ?
আমেরিকায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। ইউএস ফেডারেল ব্যাঙ্ক সুদের হার 0.75 শতাংশ বৃদ্ধি করার ফলে ভারতের শেয়ার মার্কেটে প্রভাব পড়েছে। মার্কিন মুলুকে এত বড় রেট হাইট 28 বছর পরে হল। অর্থাৎ 1994 সালের পরে এই ধরনের রেট হাইকের পথে হেঁটেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই সিদ্ধান্তের কারণে ভারতীয় বাজারও চাপ পড়েছে। আমেরিকায় মুদ্রাস্ফীতি 40 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।  মে মাসে এটি ছিল 8.6 শতাংশ।


আরও পড়ুন : LIC Dhan Sanchay Policy: দারুণ সুবিধা দিচ্ছে এলআইসির এই নতুন পলিসি, জেনে নিন আপনার লাভ