FPI Buying: চলতি অর্থবর্ষের শুরুতে প্রভূত প্রফিট বুকিং দেখা গিয়েছিল লোকসভা ভোটের ফলাফলের সময়ে। তারপর আবার বাজার নিজের গতিতে ফিরে এসেছে। শেয়ার বিক্রি বেশি হলেও, আবার নতুন করে ভারতের বাজারে বিনিয়োগ (FPI Buying) বাড়াতে শুরু করেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। জুন মাস থেকেই শুরু হয়েছিল ব্যাপক হারে শেয়ার (Share Market) কেনার ঝোঁক। এবারে জুলাই মাসে এসেও এই শেয়ার কেনার ধারা অব্যাহত রয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে FPIগুলি প্রায় ৮ হাজার কোটি টাকার শেয়ার কিনেছে ভারতের বাজারে।


বিগত ৩ সপ্তাহ ধরেই চলছে কেনাকাটা


ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিট লিমিটেডের তথ্য অনুসারে, জুলাইয়ের প্রথম সপ্তাহে এফপিআইরা (FPI Buying) ভারতীয় বাজারে ৭৯৬২ কোটি টাকার ইকুইটি কিনেছে। এর আগে জুন মাসে ২৫,৫৬৫ কোটি টাকার ইকুইটি কিনেছিল এফপিআইরা। গত তিন সপ্তাহে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (Share Market) তাদের দৃষ্টিভঙ্গিতে বদল এনেছে। এর আগে অর্থাৎ জুন মাসের প্রথম দুই সপ্তাহে এফপিআইরা বিক্রি করেছিল শেয়ার।


আড়াই মাস ধরে একটানা চলেছে বেচা-কেনা


বিদেশি বিনিয়োগকারীরা জুন মাসের প্রথম দুই সপ্তাহে প্রায় ১৫ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তাঁর আগে মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৫,৫৮৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে ভারতের বাজারে। এপ্রিল মাসে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম মাসে এফপিআইগুলি ৮৬৭১ কোটি টাকার বিক্রি করেছে শেয়ার। এভাবে টানা দু-মাস শেয়ার বিক্রির পর এফপিআই ভারতের শেয়ার কেনা শুরু করেছে।


পুরো বছরে এক লাখ কোটি ছাড়িয়েছে


২০২৪ সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে ২৫,৭৪৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা। তারপর থেকে দু-মাস ক্রেতার ভূমিকায় ছিল বিদেশি বিনিয়োগকারীরা। ফেব্রুয়ারিতে ১৫৩৯ কোটি টাকার শেয়ার এবং মার্চ মাসে মোট ৩৫,০৯৮ কোটি টাকার শেয়ার কিনেছে বিনিয়োগকারীরা। ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। NSDL-এর তথ্য অনুসারে, ২০২৪ সালে এফপিআইদের মোট বিনিয়োগ ১,০৯,৯৩৪ কোটি টাকায় পৌঁছেছে।


এফপিআই আরও কিনবে শেয়ার


বাজেট নিয়ে এখন বাজার বেশ উচ্ছ্বসিত। সরকার উৎপাদন খাতের জন্য বাজেটে বড় ঘোষণা দিতে পারে। ফলে বাজার এখন আশাবাদী। এর ফলে এফপিআই আগামীদিনে শেয়ার কেনার দিকেই ঝুঁকবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Budget 2024: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে বাড়বে কর ছাড়ের সুযোগ ! কী বদল আসবে বাজেটে ?