Sensex Today: এই সপ্তাহের শুরু থেকেই বারবার পতনের মুখ দেখেছে বাজার। সোমবার থেকে শুরু হয়েছে লাল সঙ্কেত জারি। বাজারে পরপর তিনদিন বিরাট ধস এসেছে। বিনিয়োগকারীরা প্রায় ১৪ লাখ কোটি টাকা হারিয়েছেন এই তিনদিনে। মাঝে বুধবার কিছুটা বাড়তে দেখা গেলেও সেই বৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়নি সূচকে। আজ বৃহস্পতিবার ১৪ মার্চ সকালের প্রথম সেশনে (Share Market Opening) ২২০ পয়েন্ট পড়তে দেখা যায় সেনসেক্স (Sensex Today)। কিন্তু তার পরেও ক্ষতি পুষিয়ে নিয়ে গ্রিন জোনে ঢুকে পড়ে সূচক।


কোথায় দাঁড়িয়ে সেনসেক্স, নিফটি ?


আজ দিনের শুরুটাই রেড জোনে ছিল উভয় সূচক। সকাল ৯.২০ নাগাদ সেনসেক্স কমে গিয়েছিল ২২৫ পয়েন্টেরও বেশি। আর নিফটি ছিল তখন ২১,৯৫০ পয়েন্টের কাছাকাছি। এমনকী প্রি-ওপেনিং সেশনেও বাজার পড়তে দেখা গিয়েছিল আজ সকালে। সেনসেক্স (Sensex Today) পড়েছিল ২০০ পয়েন্ট। তবে খুব তাড়াতাড়ি সেই ক্ষতি পুষিয়ে নেয় সূচক। স্মলক্যাপ ও মিডক্যাপের বিরাট চাপ সামলেও আজ গ্রিন জোনে বাজার (Share Market Opening)। সেনসেক্স এখন ১৯৯ পয়েন্ট বেড়ে ট্রেড করছে ৭২,৯৬১-এর স্তরে এবং অন্যদিকে নিফটি ৫০ সূচক ৯১.৯০ পয়েন্ট বেড়ে এখন আছে ২২,০৮৯ এর স্তরে। স্মলক্যাপ ও মিডক্যাপ দুটি সূচকেই গতি দেখা গিয়েছে আজ। আগের ক্ষতি পুষিয়ে ১ শতাংশ বেড়েছে এই দুই সূচক।


বাজার কী আবার পড়বে ?


আজ বৃহস্পতিবার সকাল ১০.২৫ নাগাদ বাজারে ২১৬৪ টি শেয়ারে গতি দেখা যায়, ১০২০টি শেয়ারের দাম কমে এবং ৭৮টি শেয়ার অপরিবর্তিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এর পরেও যদি নিফটি সূচক পড়ে তাহলে ২১৮৫০, ২১৮০০ পয়েন্টে শক্তপোক্ত সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টের কাছাকাছি নেমে এলে বিনিয়োগ করা যায়। এখন নিফটিতে ক্ষতি পুষিয়ে গতি এসেছে, বিনিয়োগ করতে চাইলে এখন ভাল সময় বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিরাট ধসের পর আজ নিফটি স্মলক্যাপ ১০০ এবং নিফটি মিডক্যাপ ১০০ গতি দেখাচ্ছে, গ্রিন জোনে ঢুকে পড়েছে এই দুই সূচক। ইন্ডিয়া ভিক্স আজ ১৪ লেভেলে ঘোরাফেরা করছে, ফলে অনিশ্চয়তা কিছুটা কম বলেই মনে হয়।


কোন কোন স্টকের দাম বাড়ছে আজ


এখনও পর্যন্ত সকালের সেশনে বাজারে আদানি এন্টারপ্রাইসের শেয়ারের দাম ৪.৯৩ শতাংশ বাড়তে দেখা গিয়েছে। অন্যদিকে JSW Steel-এর শেয়ারের দাম কমেছে ১.৩১ শতাংশ। নিফটি ব্যাঙ্কের সূচকও আজ ০.১৮ শতাংশ বেড়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Diesel Price: ভোটের আগে পেট্রোলের দামে কত হেরফের ? কোথায় কমল দাম ?