কলকাতা: শ্যুটিং শুরু হল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র নতুন ছবির। পারিবারিক গল্প নিয়ে তৈরি এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী (Mithun Chakraborty and Ritwick Chakraborty)। এই ছবির শ্যুটিং শুরু হল বুধবার। এসভিএফের (SVF) প্রযোজনায় সাত বছর পরে কাজ করছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। 


শ্যুটিং ফ্লোরের কিছু ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেই। সেখানে দেখা গিয়েছে, মিঠুনের সঙ্গে শ্যুটে ব্যস্ত অনসূয়া মজুমদার (Anashua Majumdar) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। তবের প্রথম দিনের শ্যুটে দেখা গেল না শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। এই ছবিতে রয়েছেন তিনিও। 


ফ্লোরে শ্যুটিংয়ের ফাঁকে পরিচালক রাজকে বলতে শোনা গেল, 'এসভিএফের ১৬৫তম প্রোডাকশন এটা। একটা ফ্যামিলি ড্রামা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। দীর্ঘদিন বাদে এসভিএফের সঙ্গে কাজ করছি আমি। একটা দুর্দান্ত সেট তৈরি করা হয়েছে। এটা তৈরি করেছে মৃদুল আর শাশ্বতী। মানসের ক্যামেরা, দারুণ লাইট.. প্রথমদিন শ্যুটে এসে মিঠুনদাও ভীষণ খুশি। বার বার মানসকে বলছে, মানস কেয়া বাত , কেয়া বাত। খুব সুন্দরভাবে শ্যুটিং চলছে।'


সদ্য একসঙ্গে চারটি ছবির ঘোষণা করেছিল এসভিএফ। তার মধ্যে রাজের ছবিটি অন্যতম গুরুত্বপূর্ণ। অন্যান্য ছবিগুলির মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। এছাড়াও রয়েছে, দেবালয় ভট্টাচার্য্যের নতুন ছবি 'আলেয়ার বাড়ি'। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। একেনবাবুর নতুন ছবি নিয়ে আসছেন, জয়দেব মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় আগে মতোই থাকছেন অনির্বাণ চক্রবর্তী। তবে এবার দেশে নয়, একেনের গন্তব্য হল রাশিয়া। 


বাকি ছবিগুলির শ্যুটিংয়ের কাজ এখনও শুরু হয়নি। তবে খু তাড়াতাড়িই শুরু হয়ে যাবে বাকি ছবির কাজ। চারটি ছবি সম্পূর্ণ চারটি স্বাদের। ঠিক যেমন রাজ বলবেন একটি পারিবারিক ছবির গল্প, তেমনই দেবালয় বলতে আসছেন ভূতের গল্প। জয়দেবের ছবি আবার একেনবাবুকে নিয়ে। সেখানে যেমন হাসি-আনন্দ রয়েছে, তেমনই রয়েছে রহস্যের গন্ধও। সব মিলিয়ে এসভিএফের নতুন ৪ ছবির জন্য অপেক্ষায় রয়েছেন বাঙালি দর্শকেরা।


আরও পড়ুন: Gourav Riddhima: সোহাগে আদরে... অন্নপ্রাশনে প্রথমবার ধীরকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।