Stock Market Today: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব জারি রইল বাজারে। বৃহস্পতিবারও চরম অস্থিরতার সাক্ষী থাকল দালাল স্ট্রিট। যদিও এই অনিশ্চয়তার বাজারেও ফুলে ফেঁপে উঠল কিছু ক্ষেত্র। জেনে নিন, কীভাবে অনিশ্চয়তার বাজারেও পাবেন লাভ।


Share Market Today: এদিনও কোনও দিশা দেখাল না ভারতীয় শেয়ার বাজারের সূচক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মীমাংসা না হওয়ায় দুপুর পর্যন্ত ঢিমেতালে চললেও বিকেলেই নেমে আসে সূচক। দিনের শেষে ১০৮ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে ১৬,৪৯৮.০৫ পয়েন্টে বন্ধ হয় নিফটির দৌড়। সেখানে বম্বে স্টক এক্সচেঞ্জেরও একই হাল হয়। ৫৫,১০২.৬৮ তে থামে সেনসেক্সের বুলসরা। একদিনে ০.৬৬ শতাংশ বা ৩৬৬.২২ পয়েন্ট কমে বন্ধ হয় সেনসেক্স।


Stock Market Today: লাভের লিস্টে কারা ?
এদিন তলানির বাজার থেকে লাভের মুখ দেখে গ্যাস, তেল ও মেটাল সেক্টর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলে দাম বেড়ে যাওয়ায় স্টকের দাম বাড়ে ওএনজিসির। দিনের শেষে ১৭০.৩০-তে দৌড় থামায় শেয়ার। এদিন বিনিয়োগকারীদের ৪.৫১ শতাংশ লাভ দিয়েছে কোম্পানি। মেটাল সেক্টরে হিন্দুস্তান কপার, ন্যাশনাল অ্যালুমুনিয়াম ভাল ফল করে। এর মধ্যে ন্যাশনাল অ্যালুমুনিয়াম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে রয়েছে। সেখানে একটা সময় হিন্দুস্তান কপার ৫ শতাংশের বেশি লাভে দৌড়চ্ছিল। যদিও দিনের শেষে বিনিয়োগকারীদের ৩.৯ শতাংশ লাভের মুখ দেখিয়ে ১২৩.৬০-এ থামে স্টক।


Stock Market Today: সবুজে আইটি- লালে দৌড়চ্ছে ব্যাঙ্ক 
নিফটি আইটিও এদিন ছিল লাভের আওতায়। প্রথম থেকেই ইনফোসিস, উইপ্রো, পারসিস্টেন্টের মতো কোম্পানিগুলি সবুজে চলে যায়। পারসিস্ট্যান্ট ৫ শতাংশের বেশি মুনাফা দিয়েছে এদিন। তবে খারাপ অবস্থা ছিল ব্যাঙ্কের। এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই সবাই ছিল লাল সূচকে। গত কয়েকদিন ধরে সবথেকে খারাপ অবস্থা HDFC-র। একটা সময় ১৩৫০-এর কাছাকাছি চলে আসে স্টক।ICICIনেমে যায় ৬৯৮-এর নিচে। যা বুঝিয়ে দেয় ব্যাঙ্কিং সেক্টরের হাল।


Share Market Investment: কী বলছেন বিশেষজ্ঞরা ?
এই বাজারে ধৈর্য ধরতে বলছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে সূচক লালে দেখলেই স্টক বিক্রির পরামর্শ দিচ্ছেন না তারা। দীর্ঘ সময়ের বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই বাজার খুব একটা বড় প্রভাব ফেলবে না বলেই তাদের মত। তবে সুইং ট্রেডারদের স্টক নেওয়ার ক্ষেত্রে এক বছরের সাপোর্ট দেখে নিতে বলছেন অ্যানালিস্টরা। যে স্টকগুলো প্রতিদিনই পড়ছে সেখানে অ্যাভারেজ করার পরামর্শ দিচ্ছেন না তারা। পরিবর্তে 'বাই অন ডিপ'-এর মত থাকছে নতুন স্টকের ক্ষেত্রে। তবে অনিশ্চয়তার বাজারে লাভের মুখ দেখা যাবে বলে মত তাদের। অভিজ্ঞরা বলছেন, যুদ্ধ এরকম চলতে থাকলে আগামী দিনে ১৫,৫০০-তে নেমে আসতে পারে নিফটি। সেই কথা ভেবেই সাপোর্ট-রেজিস্ট্যান্স বুঝে নিতে হবে বিনিয়োগকারীদের। 


  আরও পড়ুন : Share Market Tips: US স্টকে বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর ! আরও কমে পাবেন অ্যাপল-অ্যামাজনের শেয়ার