কলকাতা: রাজ্যে করোনার (Covid-19) প্রকোপ কমেছে। যদিও অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। কাজেই ডেঙ্গি নিয়ে ১০ দফা সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর (Department Of Health)। এদিন এ বিষয়ে আলাচনায় বৈঠকে বসেন আধিকারিকরা। সেখানে জানানো হয়েছে, বিভিন্ন পুরসভা মশার বংশবৃদ্ধি প্রতিরোধের কাজ চালাবে সপ্তাহে ৫ দিন। মার্চ-এপ্রিল জুড়ে এই কাজ চলবে। একই দিনে নির্দিষ্ট পুরসভার সব জায়গাতে অভিযান চালাবেন কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে জমা জল ও জ্বরের পরীক্ষা করা হবে। গ্রামাঞ্চলে কোর টিম গড়ে বাড়ি বাড়ি গিয়ে হবে পরীক্ষা। প্রতি গ্রামে এমন পরীক্ষার জন্য গড়া হবে ১৫ জনের টিম। এদিন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের বৈঠকে।


এর আগে উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, আগের বছরে ওমিক্রন উদ্বেগের মাঝেই শহরাঞ্চলে ১ হাজার ৫১৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তুলনামূলকভাবে জেলার ২২টি ব্লকে অর্থাৎ গ্রামাঞ্চলে ২২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হন। সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি বিধাননগরে (Bidhannagar)। পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ৫৬৬ জন। জেলা স্বাস্থ্য দফতরের দাবি করেন, এ বছর আক্রান্তের সংখ্যা শহরাঞ্চলে বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছিলই। তবে, মশার দাপট বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা।


আরও পড়ুন: Bankura: বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল


সম্প্রতি করোনা এবং ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে মালদা (malda) শহরের পৌর স্বাস্থ্য কর্মীদের নিয়ে মিছিল করে ইংরেজবাজার (englishbazar) পৌরসভা। মিছিলে পৌর কর্মীরা অংশ নিয়ে কীটনাশক স্প্রে করেন।সকালে নাগাদ মালদা (malda) শহরের বাসুলিতলা এলাকা থেকে ৫,৬ এবং ৭ নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়। সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল, ৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুমিতা ব্যানার্জি সহ অন্যান্য পৌর আধিকারিকরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গণে। পুরো প্রশাসক আগারওয়াল বলেন, করোনা এবং ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের নিয়ে শহরের মিছিলের আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে সরকারি বিধি নিষেধ মেনে চলেন সেই বার্তা দিতে এই সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।