কলকাতা : শুক্রবার প্রথম ১ লক্ষ কোটি টাকা ছাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) মার্কেট ক্যাপিটাল। ৬ মাসে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। ১ লক্ষ কোটির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকায় এবার তৃতীয় স্থানে উঠে এল পিএনবি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদার (BOB) পর তৃতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে এক লক্ষ কোটি টাকার বাজারগত মূলধন অতিক্রম করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এদিন দুপুরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ১.৭৮ শতাংশ বেড়ে হয় ৯১.৫০ টাকা। গত ছয় মাসে এই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮১.৩৫ শতাংশ।


শুক্রবার বাজার বন্ধের পর পিএনবির শেয়ারের বর্তমান দাম দাঁড়ায় ৯১.১০ টাকা যা কিনা এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতার স্তর। ফলে মার্কেটে রেকর্ড বৃদ্ধি পেয়েছে এই শেয়ার। তিন বছরের হিসেবে বিনিয়োগকারীরা এ থেকে প্রায় ১২৫.১২ শতাংশ রিটার্ন পেয়েছেন আর একইসঙ্গে ১ বছরের হিসেবে রিটার্ন এসেছে ৫৪.১৩ শতাংশ। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ব্যাঙ্কে প্রোমোটারদের শেয়ার ছিল ৭৩.১৫ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেখা গিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বার্ষিক নেট লাভ ৩২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৫৬ কোটি টাকা যেখানে গত বছর নেট লাভ ছিল ৪১১.২৭ কোটি টাকা।


একইসঙ্গে পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পঞ্জাব ব্যাঙ্কের (Punjab National Bank) অপারেটিং প্রফিট ১১.৬৬ শতাংশ বেড়ে হয় ৬২১৬.৪৩ কোটি টাকা। অন্যদিকে গ্রস এনপিএ অনুপাত গত বছরের তুলনায় কমে হয় ৬.৯৬ শতাংশ। ফলে বোঝাই যাচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাঙ্কটির সম্পদের গুণমান বৃদ্ধি পেয়েছে।


এদিকে, এদিন শুক্রবার নতুন উচ্চতা ছুঁল সেনসেক্স (Sensex)। এ যেন স্বপ্নের দৌড়। আজ সকাল থেকে দৌড় শুরু করেছিল সেনসেক্স। সকাল সকাল বিনিয়োগকারীদের (Investment) হাতে এসেছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার শেষে সেই দৌড় অব্যাহত রইল। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে সেনসেক্স (Sensex) থামল ৭১৪৮৩.৭৫ পয়েন্টে, অর্থাৎ সূচক প্রায় ৯৭০ পয়েন্ট বাড়ল এদিন। অন্যদিকে নিফটি ১.২৯ শতাংশ অর্থাৎ ২৭৩.৯৫ পয়েন্ট বেড়ে পৌঁছল ২১৪৫৬.৬৫ পয়েন্টে। মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। নিফটি ব্যাঙ্ক এবং নিফটি আইটি এদিন তেজীভাব দেখিয়েছে বাজারে।     


আরও পড়ুন: দালাল স্ট্রিটে ঝড়! ৯৭০ পয়েন্ট বেড়ে রেকর্ড উচ্চতায় সেনসেক্স