Aishwarya-Abhishek Marriage: বহুদিন কথা নেই জয়ার সঙ্গে, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বিশ্বসুন্দরী, ঐশ্বর্যা-অভিষেকের দাম্পত্যে চিড়?

Celebrity Couple: শুক্রবার এই জল্পনায় ইন্ধন জোগালেন তারকা-দম্পতির এক ঘনিষ্ঠ।

Continues below advertisement

মুম্বই: কোথাও একটা তাল কেটেছে বলে শোনা যাচ্ছিল বেশি কিছু দিন ধরেই। ঐশ্বর্যা রাই এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোর পেল এবার। বলিউডের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে আর একছাদের নীচে থাকছেন না ঐশ্বর্যা। এই মুহূর্তে বাপের বাড়িতেই উঠেছেন তিনি। শুধু তাই নয়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কয়েক বছর ধরেই তাঁর কথা নেই বলেও খবর। (Aishwarya-Abhishek Marriage)

Continues below advertisement

সম্প্রতি মুম্বইয়ে নিজের বাংলো 'প্রতীক্ষা' মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখে দেন অমিতাভ বচ্চন। তার পরই জানা যায়, ঐশ্বর্যার সঙ্গে শ্বেতার সম্পর্কও তেমন মধুর নয়। সাংসারিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে অভিষেক এবং ঐশ্বর্যার সম্পর্কেও। বিবাহবিচ্ছেদের দিকে এখনই না এগোলেও, দু'জনের মধ্যে বনিবনা হচ্ছে না ঠিক। (Celebrity Couple)

সেই আবহেই শুক্রবার এই জল্পনায় ইন্ধন জোগালেন তারকা-দম্পতির এক ঘনিষ্ঠ। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র মারফত জানা গিয়েছে, মেয়ে আরাধ্যার কথা ভেবেই এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদের দিকে এগোননি ঐশ্বর্যা এবং অভিষেক। কিন্তু বেশ কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক টালমাটাল। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Sunny Deol: 'কিছু বিষয় আমার মোটেও ভালো লাগেনি...', 'অ্যানিম্যাল' নিয়ে কেন এমন বললেন সানি দেওল?

জানা গিয়েছে, বচ্চনদের বাড়ি ছেড়ে আগেই বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্যা। মা বৃন্দা এবং মেয়ে আরাধ্যার সঙ্গে এখন আলাদা থাকেন তিনি। বচ্চন পরিবারের বাকিদের সঙ্গেও তাঁর কোনও যোগাযোগ নেই বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, জয়া এবং ঐশ্বর্যার মধ্য একেবারেই বনিবনা ছিল না। গত কয়েক বছর ধরে দু'জনের মধ্যে কথা বন্ধ। এক ছাদের নীচে কালেভদ্রে যদিও বা এসে পড়েন, পরস্পরকে এড়িয়ে চলেন তাঁরা। একদিকে, স্ত্রী-কন্যা, অন্য দিকে, মা-বাবা-দিদি, এর মধ্যে পড়ে অভিষেক কার্যতই দিশাহারা হয়ে পড়েছেন বলে খবর। তবে এখনও আইনি বিচ্ছেদের কথা কেউ ভাবছেন না, কেউই চাইছেন না বিষয়টি নিয়ে কেচ্ছা হোক। তবে দূরত্ব বজায় রয়েছে পরস্পরের মধ্যে।

এ নিয়ে বচ্চন পরিবারের তরফে কারও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। স্বেতার ছেলে অভিনীত 'দ্য আর্চিজ' ছবির প্রিমিয়ারেও দেখা যায় গোটা পরিবারকে। কিন্তু সেখানেও কথাবার্তা এবং আলাপচারিতায় পরস্পরের মধ্যে দূরত্ব ছিল চোখে পড়ার মতো। পরস্পরের দিকে তাকানওনি শ্বেতা এবং ঐশ্বর্যা। ঐশ্বর্যার জন্মদিনেও বচ্চন পরিবারের কাউকে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় অভিষেক একলাইনে শুভেচ্ছা জানিয়েছিলেন, যা দায়সারা বলে মনে হয়েছিল অনেকেরই। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

Continues below advertisement
Sponsored Links by Taboola