নয়া দিল্লি: বিশ্বজুড়েই চাকরির বাজার যেন ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্থিক মন্দার কথাও উঠে এসেছে বারবার।  ফেসবুক, মেটা, টুইটারের মতো একাধিক সংস্থা ইতিমধ্যেই তাঁদের বহু কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি সংস্থার নাম। কর্মী ছাঁটাই করল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট।                                                                                                        


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। আসন্ন মন্দার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা এমনটাই জানা গিয়েছে। ব্যাঙ্গালোর ভিত্তিক মহল্লা টেক প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন, শেয়ারচ্যাট এর একটি ভিডিও Moj প্রায় 500 জনকে ছাঁটাই করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে শেয়ারচ্যাটের বাজারমূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার, এখন প্রায় ২ হাজার ২০০ এর বেশি কর্মচারী রয়েছে এই সংস্থায়। 


সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “আমাদের সংস্থার ইতিহাসে কিছু কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ করতে হল। আমাদের ২০ শতাংশ প্রতিভাবান কর্মীদের ছাঁটাই করতে হল। তাঁরা আমাদের এই যাত্রায় এতদিন সঙ্গে ছিলেন।” সংস্থার তরফে জানানো হয়েছে, এই ছাঁটাই হওয়া কর্মীরা ২০২২ সালের ডিসেম্বর অবধি তাঁদের ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাবেন। এই প্যাকেজে রয়েছে মোট বেতন, সংস্থায় প্রতি বছর পিছু ২ সপ্তাহের বেতন।                      


আরও পড়ুন, নেই কর্মীরা, খাঁ খাঁ করছে বিল্ডিং! খালি হচ্ছে মেটা, মাইক্রোসফটের অফিস


প্রসঙ্গত, ShareChat বর্তমানে খরচ কমিয়ে সংস্থার মনিটাইজেশনের দিকে মনোনিবেশ করেছে। এদিকে যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হল তাঁরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন সংস্থার তরফে।             


সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের (Facebook) প্রধান সংস্থা মেটা (Meta)। মাইক্রোসফটও (Microsoft) একই পথে হেঁটেছে। মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না।