নয়া দিল্লি: সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের (Facebook) প্রধান সংস্থা মেটা (Meta)। মাইক্রোসফটও (Microsoft) একই পথে হেঁটেছে। ফলে কাজের জায়গাইয় নেই অর্ধেক কর্মীও। যারা আছেন তাঁদের বেশিরভাগই 'ওয়ার্ক ফ্রম হোম' (Work From Home) কাজ করছেন। এই পরিস্থিতিতে এবার অফিস স্পেস খালি করছে এই দুই সংস্থা।                 


ওয়াশিংটনের সিয়াটেল এবং বেলভিউ-এর অফিস বিল্ডিং খালি করার কাজ শুরু করেছে এই দুই অফিস। সিয়াটল টাইমস জানিয়েছে , ফেসবুক শুক্রবার নিশ্চিত করেছে যে সিয়াটলের ডাউনটাউনের অফিসগুলিকে সাব লিজ করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।                                   


২০২৪ সালের জুন মাসে বেলভিউয়ের ২৬ তলা সিটি সেন্টার প্লাজার অফিসের লিজ আরও বাড়ানো হবে না বলে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাইক্রোসফট। মার্কিন সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, দুই সংস্থার অন্যত্র অবস্থিত অফিসেও কর্মীসংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। বাড়ি বসে কাজ করার যে প্রবণতা বাড়তে শুরু করেছে দুই সংস্থায়। সেটিকেই বহাল রাখতে চাইছে তাঁরা।                                                   


আরও পড়ুন, বড় বদল আসছে হোয়াটসঅ্যাপের ক্যামেরায়, আরও সহজে করা যাবে ব্লক 


মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন সিয়াটল টাইমসকে বলেছেন যে লিজ নেওয়ার সিদ্ধান্তগুলি অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আপাতত নতুন নিয়োগ বন্ধের ঘোষণা করল ফেসবুকের মূল সংস্থা মেটা।সঙ্গে এক ধাক্কায় ১১,০০০ কর্মী ছাঁটাই করল কোম্পানি। অতীতেও কখনও যা করতে হয়নি কোম্পানিকে।                                                                                                


মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না।