Stock Market Update: ইরানের উপর হামলা করেছে ইজরায়েল আর সেই হামলার প্রভাব পড়েছে সারা বিশ্বের বাজারের উপরে। ভারতের বাজারেও আজ এই কারণে ব্যাপক পতন দেখা দিয়েছে। তবে এই পতনের বাজারেও শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, জিই শিপিং লিমিটেড ইত্যাদি সংস্থার শেয়ারের দাম যথাক্রমে ১৩ শতাংশ ও ৬ শতাংশ লাফ (Stock Market) দিয়েছে শুক্রবার ১৩ জুন। এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বাজারে পতন আসার কারণে এই স্টকগুলিতে কোনও প্রভাব পড়েনি। নিফটি ৫০০ সূচকের মধ্যে এই স্টকগুলিই (Stock Market Update) টপ গেনার্স থেকেছে আজ।
শিপিং সংস্থার শেয়ারের দাম বেড়েছে
ইরানের পারমাণবিক অবকাঠামোকে ধ্বংস করে দিতে ইজরায়েল হামলা চালিয়েছে ইরানের উপরে। আর সেই কারণে আজ শুক্রবার ১৩ জুন ইরানের ৪টি নিউক্লিয়ার বেস ও ২টি মিলিটারি বেসকে লক্ষ্য করে ২০০টি যুদ্ধবিমান পাঠিয়েছিল। আর এই খবর পাওয়ার পরেই শিপিং সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। ব্যাল্টিক ড্রাই ইনডেক্স এক মাসে বেড়েছে ৫০ শতাংশ। শুধু জুন মাসেই এই সূচক বেড়েছে ৩৪ শতাংশ। সমুদ্রপথে কাঁচামাল রফতানির খরচের নির্ণায়ক এই সূচক।
মুনাফা করতে পারে শিপিং সংস্থাগুলি
বাজার বিশেষজ্ঞদের মতে, জিই শিপিং সংস্থা মধ্যপ্রাচ্যে এই বর্ধিত উত্তেজনার মধ্যে মুনাফার ইঙ্গিত পেয়েছে। সংস্থার বহরের ৫০ শতাংশই তেল ও পণ্যের ট্যাঙ্কার। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ট্যাঙ্কারের দাম বাড়তে পারে। যুদ্ধের পরিস্থিতিতে জাহাজগুলি সমুদ্রবন্দর থেকে দূরত্ব বজায় রাখবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে ইরান প্রতিদিন ১০ লক্ষ ব্যারেল তেল রফতানি করে যা বিশ্বব্যাপী সরবরাহের ২ শতাংশ।
আজ বাজারে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা এসেছে নিফটি ৫০০ সূচকের অধীনে। সংস্থার শেয়ার আজ ১৪ শতাংশ বেড়ে ২৩৫.৪১ টাকায় ট্রেড করছে। জিই শিপিং সংস্থার শেয়ার ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)