Share Market Update: সোমবার থেকে বড় পতনের আশঙ্কা, ভারতের শেয়ার বাজারে (Share Market)ফের নামতে পারে ধস। মার্কিন মুলুকের অন্ততম পুরনো সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank)দেউলিয়া হওয়ায় এই আতঙ্ক তৈরি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে (Stock market)। 


Stock market Update: মার্কিন ব্যাঙ্ক 'ডুবে যাওয়ার' কারণেই বাড়ছে চিন্তা
শুক্রবারই আমেরিকার অতি পরিচিত ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা হয়েছে। সপ্তাহের শেষ দিনে ভারতের শেয়ার বাজারে খুব বেশি লেনদেনের সময় বাকি ছিল না। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ট্রেডিং সেশনে সময় বেশি না থাকায় শুক্রবার সেভাবে পতন দেখা যায়নি দালাল স্ট্রিটে। যদিও মার্কিন বাজারে এর মারাত্মক প্রভাব পড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই ডাও জোন্স, ন্যাসড্যাকের মতো প্রধান মার্কিন সূচকগুলি অনেকটাই নিচে নেমে যায়। আগামী সপ্তাহেও ভারতের বাজারে এর প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


SVB Crisis: শুক্রবার বড় পতন ঘটে
মার্কিন বাজারের এই প্রভাব বিশ্ব বাজারের ক্রিয়াকলাপের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। গত সপ্তাহের শেষ দুই দিনে এই ধরনের খবরে প্রভাবিত হয়েছে বিশ্ব বাজার। শুক্রবার, Wall Street S&P 500, Dow Jones Industrial Average ও Nasdaq-এর তিনটি প্রধান সূচক ২ শতাংশ পর্যন্ত কমেছে। শুক্রবার লেনদেনের সময় কম থাকার পরেও ভারতীয় বাজারে এর প্রভাব দেখা গেছে। বিশেষ করে ব্যাঙ্কিং শেয়ারের অবস্থা খারাপ ছিল। সপ্তাহের শেষ দিনে লেনদেন শেষ হওয়ার পরে নিফটি ব্যাঙ্ক সূচক 771 পয়েন্ট অর্থাৎ প্রায় 1.87 শতাংশ কমেছে।


Share Market Update: ব্যাঙ্কিং শেয়ার সুযোগ দিতে পারে
বাজার বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার দেশের বাজারে পতন কেবল ব্যাঙ্কিং শেয়ারের কারণে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ডুবে যাওয়ার প্রভাব ভারতের বাজারে সীমিত হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় ব্যাঙ্কগুলি ভিত শক্ত থাকায় সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের প্রভাব সম্পূর্ণরূপে দেশের ব্যাঙ্ক নিফটিতে নাও পড়তে পারে। সাম্প্রতিক ত্রৈমাসিকে ভারতীয় ব্যাঙ্কগুলির কর্মক্ষমতাও উন্নত হয়েছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কিং শেয়ারের পতনে শর্ট করলে ভাল আয়ের সুযোগ থাকতে পারে।


Stock market Update: গত সপ্তাহে কী অবস্থা ছিল বাজারের
চলতি সপ্তাহের অবস্থা দেখলে দেখা যায়, বাজারে মাত্র চারদিন লেনদেন হয়েছে। সোমবার পতনের সঙ্গে লেনদেন শুরু হয় বাজার। হোলির ছুটির কারণে মঙ্গলবার BSE সেনসেক্স ও NSE নিফটিতে কোনও লেনদেন হয়নি। বুধবারও প্রধান দুটি সূচকই এগিয়ে ছিল। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বাজার কমেছে। গত সপ্তাহে আদানি গ্রুপের শেয়ার ফের উঠতে থাকায় বাজারে কিছুটা গতি এসেছে।


বিশ্বের তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থার চাকা ঘুরত তাদের টাকায়। স্টার্টআপ শুরু করতে ঋণের জন্য লাইন পড়ত রোজ। মুখ থুবড়ে পড়েছে সেই সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের পর এই নিয়ে দ্বিতীয় বার এত বড় কোনও ব্য়াঙ্ক মুখ থুবড়ে পড়ল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কার্যত সব শেষ। হুড়মুড়িয়ে সকলে বিনিয়োগ তুলে নেওয়াতেই এত বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে (Silicon Valley Bank)। 


আরও পড়ুন : Silicon Valley Bank: একদিনে তুলে নেওয়া হয় ৩ লক্ষ ৪৪ হাজার কোটি! ধরাশায়ী সিলিকন ভ্য়ালি ব্য়াঙ্ক