Motilal Oswal: পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) , অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritia 2024) আগে বাড়ছে সোনা-রুপোর দাম (Gold Silver Price)। ৮ এপ্রিল সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭০,৮৫০ টাকা এসে দাঁড়িয়েছে। রূপোও (Silver Price) নিয়েছে ভাল গতি। প্রতি কেজি 81,313 টাকা রেকর্ড হার স্পর্শ করেছে। সোনা ও রূপার দামের এই বৃদ্ধি নানা কারণে এসেছে। এখন রুপোর দাম প্রতি কেজি ১ লাখ টাকা ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অন্তত তেমনই বলছেন বাজার বিশেষজ্ঞরা।

চলতি বছরেই দ্রুত হারে বাড়ছে দাম
অর্থনৈতিক কারণের পাশাপাশি বিশ্বে চলমান বহু যুদ্ধকেও সোনা-রূপার দাম বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। এই কারণেই সোনা-রূপার কেনাকাটা দ্রুত বেড়েছে। 2023 সালে, সোনার হার প্রায় 13 শতাংশ বেড়েছে। অন্যদিকে, রূপার দামও বেড়েছে প্রায় ৭ দশমিক ১৯ শতাংশ। যদি আমরা 2024 সালের তথ্য দেখি,চলতি বছরের 8 এপ্রিল পর্যন্ত রুপো প্রায় 11 শতাংশ এবং সোনার দাম প্রায় 15 শতাংশ বেড়েছে।

রুপোর দর শীঘ্রই আরও গতি নেবে
সোনা ও রূপার বাজারে এই অস্থিরতার বিষয়ে ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল সোমবার বলেছে, সোনা ও রূপার দামে এখনও থমকে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বর্তমানে সোনার দাম প্রতি কেজি ১ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে এটি প্রতি কেজি 92 হাজার টাকা হারে থাকবে বলে আশা করা হচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তন করেছে। এছাড়া শিল্পেও রুপার চাহিদা দ্রুত বেড়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স ও সৌরশক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রুপার চাহিদাও বাড়বে।

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

আজ সোমবারের বাজারে দাম (Gold Price Today) শনিবারের রেটের থেকে অনেক বেড়ে গিয়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দামও আজ বিপুল হারে বেড়েছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৮১,৬০৭ টাকা। 

আজকের সোনার দর (৮ এপ্রিল, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭০৬৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮২৫
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪২৯
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬৩৬