SIP Return: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে মনে করা হয় বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে কম ঝুঁকির পন্থা। মনে করা হয়, মাসে মাসে এসআইপির মাধ্যমে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখলে দীর্ঘমেয়াদে অনেক রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। তবে যে কোনো ফান্ডেই এসআইপি (SIP Investment) করার ক্ষেত্রে দীর্ঘ গবেষণার পরেই বিনিয়োগ (SIP Risk) করা উচিত। এতে টাকা হারানোর ভয় থাকে না এবং ভাল রিটার্ন মেলে। তবে কিছু বিষয় মাথায় না রাখলে দীর্ঘমেয়াদে টাকা হারানোর সম্ভাবনা রয়েছে।


তবে এসআইপিতে যে কোনো ঝুঁকি নেই, একথা বাজার বিশেষজ্ঞদের কেউ সেভাবে মনে করেন না। ফান্ড ম্যানেজারদের বাজি অনেক সময় আপনার রিটার্নকে ধসিয়ে দিতে পারে, বড় ক্ষতি হতে পারে আপনার। তাই ইকুইটিতে সরাসরি বিনিয়োগের বদলে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ নয়। ইতিহাস বলছে এমন অনেক সময়েই এসআইপি করেও ভাল রিটার্ন পাওয়া যায়নি। ফলে যে সংস্থার স্টকে এসআইপি (SIP Investment) করছেন তার ফান্ডামেন্টাল দেখে নিতে হবে।


এস নারিনের বক্তব্যে ঝড়


আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নারিন জানিয়েছেন এসআইপি বিনিয়োগেও ঝুঁকি রয়েছে। চেন্নাইতে ফান্ড ডিস্ট্রিবিউটার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজারদের একটি বৈঠকে তিনি বলেন যদি কোনো বিনিয়োগকারী ভুল প্ল্যানে বিনিয়োগ করেন, ভুল সময়ে বিনিয়োগ করেন তাহলে জনপ্রিয় এসআইপি হলেও আপনি দীর্ঘমেয়াদে টাকা হারাতে পারেন।


বাজারে পতন হলেও এই সময় কম দামে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করলে আগামী দিনে ভাল রিটার্ন নাও মিলতে পারে। এর আগেও এসআইপি করে টাকা হারাতে দেখা গিয়েছে বিনিয়োগকারীদের। ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে এবং ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে মিডক্যাপে এসআইপি করে টাকা ডুবেছিল বিনিয়োগকারীদের। মিউচুয়াল ফান্ডের এসআইপির ক্ষেত্রেও একই কথা খাটে, অতীতের রিটার্ন দেখে বিনিয়োগ করা ঠিক নয়।  


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )


আরও পড়ুন: Gold Price: এবার দাম কমল সোনার, এই সুযোগে সস্তায় গয়না গড়াবেন ? জানুন আজকের রেট