ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : কলকাতায় যখন একের পর এক আগুন লাগার  খবর, তখন বোলপুরে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বেঘোরে প্রাণ হারালেন এক প্রৌঢ় দম্পতি। ভয়াবহ এই আগুনে মৃত দুই শিশু-সহ ৫ জন। সোমবার সন্ধের এই ঘটনায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ও বাড়ির পরিকাঠামোগত ত্রুটি নিয়ে একাধিক অভিযোগ উঠছে। 

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। বোলপুরের বাঁধগোড়ায় একটি পাঁচতলা বহুতলের গ্যারাজে মিটার বক্স থেকে আগুন ছড়ায়। গ্যারাজে একাধিক বাইক রাখা ছিল। আগুনে পুড়ে ছাই হয় একটার পর একটা গাড়ি। সেই আগুনের শিখারই আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। 

আগুন ভয়াবহ আকার নেয় কিছুক্ষণেই। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন প্রৌঢ় দম্পতি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোলপুর শহরের একাধিক আবাসনের ভয়াবহ পরিস্থিতি।বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক পুরসভার একাধিক ওয়ার্ডের চারিদিকে একের পর এক গড়ে উঠেছে বহুতল। স্থানীয়দের অভিযোগ, এই নির্মাণগুলির অনেকগুলিই পরিকল্পনাহীন । অনেকক্ষেত্রে গ্যারেজের মধ্যেই রয়েছে গুদাম, তাও আবার দাহ্যে ভরা। কেউ কেউ আবার গ্যারাজ ভাড়া দিয়েছেন খাবারের দোকানকে। সেখানে গ্যাস-স্টোভ জ্বালিয়ে হচ্ছে রান্না। যেন জতুগৃহ।

ভস্মীভূত বহুতলে ঢোকার রাস্তা মাত্র কয়েক ফিটের। আলাদা কয়েক ইমার্জেন্সি এক্সি়ট বলে কিছুই নেই। অভিযোগ, এই এলাকার অনেক আবাসনের কম্প্লিশন সার্টিফিকেট (সিসি) পর্যন্ত নেই নেই। অপরিসর রাস্তায়  দমকলের বড় গাড়ি দূরের কথা, ছোট গাড়িও ঢুকতে পারবে না। আর সেখানেই  পরপর মাথা তুলে দাঁড়িয়ে একের পর এক বহুতল। সেখানে নেই  অগ্নি নির্বাপণের ব্যবস্থা।  

বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, “খবর পেয়ে পুলিশ ও দমকল ১৬ জনকে উদ্ধার করেছে। তাদের জনের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ফ্ল্যাটটি সিল করা হয়েছে।  

বোলপুরের পুরপ্রধান পর্ণা ঘোষ জানান, 'অত্যন্ত মর্মান্তিক ঘটনা।  কেন এমন ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে  ।' এদিকে পুরসভার পক্ষ থেকে ওই বহুতলের একাধিক পরিবারের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাশের একটি হোটেলে। তাদের খাওয়ার ব্যবস্থা করেছে বোলপুর পুরসভা।

শনিবার বোলপুরের স্কুলবাগানে অগ্নিকাণ্ড ঘটেছিল। ঠিক তার দুদিন পরে বোলপুরের বাঁধগোড়াতে বহুতলে অগ্নিকান্ড।