Skoda Slavia launch: অপেক্ষার দিন শেষ হতে চলেছে। এই মাসেই লঞ্চ করবে Skoda Slavia। তবে লঞ্চের ক্ষেত্রে একটু ট্যুইস্ট রেখেছে কোম্পানি। দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে আলাদা দিনে।
Skoda Slavia Update: চলতি মাসের 28 তারিখে স্লাভিয়া সেডান লঞ্চ করবে স্কোডা। প্রথমে 1.0l টার্বো পেট্রল মডেল লঞ্চ হবে। পরে আসবে 1.5l TSI ইঞ্জিনের মডেল। 3 মার্চ লঞ্চ হবে এই স্কোডা স্লাভিয়ার এই ভ্যারিয়েন্ট। তাই প্রথমে আমরা 1.0l স্লাভিয়ার দাম জানতে পারব। পরবর্তীকালে 1.5l TSI স্লাভিয়ার মূল্য সামনে আনবে কোম্পানি।
Skoda Slavia Engine: 1.0l টার্বো-পেট্রোল সহ স্লাভিয়া 115PS ও 175 Nm টর্ক জেনারেট করার ক্ষমতা ধরবে। এই ইঞ্জিনের সঙ্গে 6-স্পিড ম্যানুয়াল ও একটি 6-স্পিড অটোমেটিক ইঞ্জিন পাওয়া যাবে। 1.5 লিটার টার্বো পেট্রল-সহ স্লাভিয়ায় একটি 7-স্পিড ডিএসজি ও একটি 6-স্পিড ম্যানুয়াল ইঞ্জিনের বিকল্প থাকবে। 1.5 TSI-তে 150 bhp ও 250Nm টর্ক পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি। যা এই সেডানকে তার শ্রেণির সবচেয়ে শক্তিশালী সেডান করে তোলে। কুশাকেও একই ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। দুটি গাড়ি তৈরিও হয়েছে একই প্লাটফর্মের ওপর ভিত্তি করে।
Skoda Slavia:কেমন দেখতে গাড়ি ?
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্লাভিয়ার বুকিং। এই মিড সাইড সেডানে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ইলেকট্রিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অটো হেডল্যাম্প ও ওয়াইপার, ছয়টি এয়ারব্যাগ, রেয়ার ভিউ ক্যামেরা, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে।
Skoda Slavia Update: কারা হবে প্রতিযোগী ?
Active, Ambition ও Style এই তিনটি ভ্যারিয়েন্টে আসবে স্লাভিয়া। দাম ঘোষণার পরেই ডেলিভারি শুরু হবে গাড়ির। দেশের রাস্তায় স্কোডার স্লাভিয়া হোন্ডা সিটি, হুন্ডাই ভার্না ছাড়াও আরও অনেক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এর টার্বো চার্জযুক্ত পেট্রল ইঞ্জিনের লাইন আপ, বৈশিষ্ট্য ও চেহারা অবশ্যই এর অন্যতম আকর্ষণের জায়গা।