Mutual Fund: শেয়ার বাজারেীমন কিছু স্টক আছে যেগুলি খুব কম সময়ের মধ্যে বিপুল রিটার্ন এনে দেয়। সেই স্টকগুলিকে আমরা মাল্টিব্যাগার বলি। তেমনই দেখা গিয়েছে বাজারে (Mutual Fund) স্মলক্যাপ স্টকগুলি এই কয়েক বছরে বিপুল হারে বেড়েছে আর সেই স্টকে যে সমস্ত ফান্ড বিনিয়োগ করে, তাঁদের মুনাফাও হয়েছে আকাশছোঁয়া। এমন কিছু কিছু ফান্ড আছে যেগুলি বিগত ১০ বছরে বার্ষিক ২৫ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। স্মলক্যাপ এইসব ফান্ডগুলির তালিকায় সবার প্রথমে উঠে এসেছে ৯টি ফান্ডের নাম। এই ফান্ডে কি বিনিয়োগ ছিল আপনার ? কত রিটার্ন দিয়েছে এই ফান্ডগুলি দেখে নিন একঝলকে।
স্মলক্যাপ ফান্ড
এই ধরনের ফান্ডগুলি আদপে একটি ইকুইটি মিউচুয়াল ফান্ড যেগুলি তাদের মোট সম্পদের ৬৫ শতাংশ স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ করে। আর এই ধরনের সংস্থাগুলি বাজারে মূলধনের নিরিখে ২৫০টি রয়েছে। এই ২৫০টি সংস্থার মধ্যে যে কোনও নির্বাচিত স্টকে (Mutual Fund) বিনিয়োগ করে থাকে এই ফান্ডগুলি। আর অন্যান্য ফান্ডের থেকে এগুলিতে ঝুঁকিও যেমন বেশি, তেমন রিটার্নও অনেক বেশি পাওয়া যায়।
বিগত ১০ বছরে এমন কিছু কিছু মিউচুয়াল ফান্ডে ৩০ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে। বাজারে মোট ২৭টি স্মলক্যাপ মিউচুয়াল ফান্ড আছে যারা মোট ২.৬৬ লাখ কোটি টাকা ম্যানেজ করছে। শুধুমাত্র এপ্রিল মাসেই এই বছর স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ এসেছে ২২০৮ কোটি টাকা যা কিনা মিডক্যাপ ও লার্জ ক্যাপের থেকে অনেকটাই বেশি।
কোন কোন ফান্ডে কত রিটার্ন
কোয়ান্ট স্মলক্যাপ ফান্ডে বিগত ১০ বছরে ৩৯.০৬ শতাংশ রিটার্ন এসেছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ডে (Mutual Fund) ১০ বছরে ৩১.৬৮ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
নিপ্পন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড ৩০.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে ১০ বছরের মেয়াদে।
এডেলউইস স্মলক্যাপ ফান্ডও আছে এই তালিকায়। এই ফান্ডে ১০ বছরে ২৮.৫০ শতাংশ রিটার্ন এসেছে।
কানাড়া রোবেকো ফান্ডে আবার এই মেয়াদের মধ্যে ২৭.৭৬ শতাংশ রিটার্ন এসেছে।
কোটাক স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগকারীরা ১০ বছরে ২৭.৩৮ শতাংশ রিটার্ন পেয়েছেন।
অ্যাক্সিস স্মলক্যাপ ফান্ডে ২৬.৪১ শতাংশ রিটার্ন এসেছে।
সবশেষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল স্মলক্যাপ ফান্ডে ২৬.২৪ শতাংশ এবং ইনভেসকো স্মলক্যাপ ফান্ডে ২৬.৮৭ শতাংশ রিটার্ন মিলেছে বিনিয়োগকারীদের।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Tata Motors: চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা বাড়ল ৪৬ শতাংশ, শেয়ারপিছু ৬ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার