IPO News: ভারতের শেয়ার বাজারে বিগত বেশ কিছু সময় ধরে বিপুল র্যালি চলেছে। আর এই র্যালির সুযোগ নিতে বেশ কিছু সংস্থা তাদের আইপিও নিয়ে এসেছে বাজারে। আর এই সমস্ত আইপিওতে বিপুল মুনাফাও হয়েছে বিনিয়োগকারীদের। তবে এখন বিতর্ক দানা বাঁধছে স্মলক্যাপ সংস্থার আইপিওকে কেন্দ্র করে। দেখা গিয়েছে প্রচুর SME ক্যাটাগরির আইপিওতে (IPO News) বিনিয়োগকারীদের ভিড় উপচে পড়েছে। কিছুদিনের মধ্যেই আরেকটি এমনই আইপিওর (SME IPO) সন্ধান মিলল। আশ্চর্যজনকভাবে এই SME IPO-তে ইস্যু সাইজের থেকেও বহুগুণ বেশি টাকা বাজার থেকে সংগ্রহ করে নিয়েছে সংস্থা। আর তা নিয়েই চলছে বিতর্ক।
বস প্যাকেজিং আইপিও পেয়েছে বিপুল সাড়া
SME সেগমেন্টের এই বস প্যাকেজিং আইপিও ৩০ অগাস্ট চালু হয়েছিল এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত এর বিডিং চলেছিল। আইপিওর মাধ্যমে সংস্থা বাজার থেকে ৮.৪১ কোটি টাকা সংগ্রহের কথা জানিয়েছিল। তবে এই আইপিওতে ১০০ গুণ বেশি সাবস্ক্রিপশন এসেছে। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিওকে ১৬৫.২৯ গুণ সাবস্ক্রাইব করেছেন, আর সামগ্রিকভাবে ১৩৬.২১ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে।
বিনিয়োগকারীদের মনে জাগছে প্রশ্ন
৮ কোটির আইপিওতে বিনিয়োগকারীরা কীভাবে ১০০০ কোটির বিডিং করতে পারলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। খুচরো ও অন্যান্য ক্যাটাগরিতে কীভাবে ১০০ গুণ বেশি সাবস্ক্রিপশন পেল এই আইপিও তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এখনও। সংস্থার ব্যবসাও খুব একটা আশাপ্রদ নয়।
সংস্থার অফিসের জরাজীর্ণ অবস্থা
সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে এই বস প্যাকেজিং সংস্থার অফিসের কিছু জরাজীর্ণ দশার ছবি। আইপিও আনার আগে DHRP-তে সংস্থা জানিয়েছিল ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এই সংস্থায় ৬৪ জন কর্মী কাজ করতেন, এই সংস্থার রেজিস্টার্ড অফিস তাদের নিজেদের নয়। লীজ ও লাইসেন্স নিয়ে তারা তাদের অফিস চালাচ্ছে।
১ কোটির মুনাফার সংস্থা
এই সংস্থা বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন, সেলফ অ্যাডেসিভ স্টিকার, লেবেলিং মেশিন, কনভেয়ারস, ওয়েব স্কেলার, ইলেকট্রিক টানেল ইত্যাদি উৎপাদন, সরবরাহ করে থাকে এই সংস্থা। এই সংস্থার অপারেটিং রেভিনিউ শেষ অর্থবর্ষে ১২.১৭ কোটি টাকা ছিল। আর কর বাদ দিয়ে সংস্থার মুনাফা ছিল ১.০১ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Life Insurance Policy: বিমার প্রিমিয়াম দিতে পারছেন না ? পলিসি বাঁচাতে করুন এই কাজ