Youtuber Ankur Warikoo: ইউটিউব (YouTube) থেকে এই বিজনেস (Business), ফিন্যান্স (Finance) ইউটিউবারের (Youtuber) আয় (Income) কোটি টাকারও বেশি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিরাট খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর ভিডিয়োর বিষয়বস্তুতে বিশ্বাস করেন বহু ভারতীয়। এবার সেই অঙ্কুর ভারিকু (Ankur Warikoo) সোশ্য়াল হ্যান্ডেলে পোস্ট করলেন নিজের সম্পর্কে অজানা তথ্য। জানেন কী করেছেন তিনি ?      


কী করেছেন এই ইউটিউবার
বর্তমানে অনেক রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হচ্ছে। এই রেজাল্ট বেরানোর পর ভাল নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই খুশি। যদিও কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা খুবই হতাশ। এই কারণে এই ধরনের অনেক শিশু আত্মহত্যার মতো পদক্ষেপ বেছে নেয়। এই পরিস্থিতিতে সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা দশম ও দ্বাদশে কম নম্বর পেয়েও জীবনে খুব সফল। আজ আমরা আপনাকে এমনই একজন সোশ্যাল মিডিয়া প্রভাবশালী, উদ্যোক্তা সম্পর্কে জানাব। অঙ্কুর ভারিকু তার ইনস্টাগ্রামে তার 12 তম শ্রেণির মার্কশিট শেয়ার করেছেন।


Youtuber Ankur Warikoo: ইংরেজিতে অঙ্কুর কত পেয়েছিলেন জানেন ?
অঙ্কুর ভারিকু একজন সফল উদ্যোক্তা, যিনি আজ কোটি টাকার ব্যবসা করেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং প্রায়শই তার জীবনের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলি মানুষের সঙ্গে শেয়ার করেন। তার 12 ক্লাসের  মার্কশিট শেয়ার করার সময়, তিনি জানিয়েছেন সেই সময় ইংরেজিতে খুব কম 57 নম্বর পেয়েছিলেন।


নম্বর নিয়ে কী আশা করেছিলেন তিনি
অঙ্কুর লিখেছেন, তিনি এত কম নম্বর পাবেন তা তিনি মোটেও আশা করেননি। সেই সময় নিজেকে হেরো বোধ করেছিলে। যদিও আজ মানুষ তাঁকে একজন ভালো কমিউনিকেটর বলে। আজ তিনি একজন আত্মবিশ্বাসী বক্তা হিসেবে পরিচিত। অঙ্কুরের উপলব্ধি সংখ্যা কখনও আপনার ক্ষমতা দেখায় না। শুধুমাত্র আপনি নিজেই আপনার ক্ষমতা দেখাতে পারেন। 



Youtuber Ankur Warikoo: অঙ্কুর ভারিকু কে?
অঙ্কুর ভারিকু একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া উদ্যোক্তা। ভারতের সেরা কন্টেন্ট নির্মাতাদের তালিকায়  নাম রয়েছে তাঁর। তিনি একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তিনি 2005 সালে বিষয়বস্তু তৈরির কাজ শুরু করেছিলেন এবং আজ তিনি দেশের শীর্ষ সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের একজন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা কোটি ছাড়িয়েছে।


 


Upcoming IPO: এই আইপিও ঘিরে বাড়ছে উৎসাহ, কত প্রাইস ব্য়ান্ড ? এইদিন আসছে আইপিও