বিশাখাপত্তনম: সদা হাসিখুশি ঋষভ পন্থ (Rishabh Pant) কি বুধবার রাতে ঘুমোতে পেরেছেন? নাকি সারারাত ধরে দুঃস্বপ্ন তাড়া করেছে, ভেসে উঠেছে সুনীল নারাইনের ব্যাটের খোঁচা তাঁর গ্লাভসে জমা পড়ছে, অথচ আবেদন না করায় প্রাণরক্ষা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তারকার। ব্যাট হাতে নারাইন ম্যাচ কার্যত একপেশে করে দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কেকেআর (DC vs KKR)। যে ম্যাচের পর প্রশ্ন উঠছে, অধিনায়কের ভুলের খেসারত দিতে হল দিল্লি ক্যাপিটালসকে?
ঠিক কী হয়েছিল?
বুধবার বিশাখাপত্তনমে তখন টস জিতে ব্যাটিং করছে কেকেআর। ব্যাট হাতে ঝড় তুলেছেন নারাইন। ২৪ রানে ব্যাটিং করছিলেন নারাইন। ইশান্ত শর্মার একটি বল তাঁর ব্যাটের কানায় লেগে জমা পড়ে পন্থের গ্লাভসে। ম্যাচের তখন সবে চতুর্থ ওভার। মিচেল মার্শ সামান্য আবেদন করেন। কিন্তু বোলার ইশান্ত আবেদন করেননি। পন্থকে দেখা যায় হাসছেন। কিছুটা কিংকর্তব্যবিমূঢ় যেন। বুঝতে পারছেন না, ডিসিশন রিভিউ সিস্টেমের শরণাপন্ন হবেন কি না। এদিকে মাঠের জায়ান্ট স্ক্রিনে তখন শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ১৫ সেকেন্ড ঠিক শেষ হওয়ার পর পরই পন্থ ডিআরএস চান। কিন্তু আম্পায়াররা জানান, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে।
নিয়ম হচ্ছে, কোনও বল শেষ হওয়ার পর ডিআরএস নেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় পায় ব্যাটিং বা ফিল্ডিং দল। নির্দিষ্ট সময়ের মধ্যে আম্পায়ারকে ইশারা করে আবেদন করতে হয়। সেই ১৫ সেকেন্ড সময় মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। কিন্তু সেই সময়ে পন্থ আবেদন করেননি। ৩৯ বলে ৮৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে যান ক্যারিবিয়ান তারকা।
ম্যাচে আরও একবার ডিআরএস নেননি পন্থ। সেটা শ্রেয়স আইয়ারের। শ্রেয়সও আঅউট ছিলেন। তবে সেই আবেদন না করার পরে আর মাত্র ১৪ রান যোগ করেন শ্রেয়স। দিল্লি শিবিরকে বেশি ভুগিয়েছে নারাইনের ইনিংস।
যদিও বলাবলি হচ্ছে, পন্থ যখন ইশারা করেন, তখনও এক সেকেন্ড সময় বাকি ছিল। একটা বিতর্কও তৈরি হয়েছে যে, আম্পায়ারদের সময়ের সঙ্গে কি জায়ান্ট স্ক্রিনের সময়ের ফারাক ছিল?
কী বলছেন পন্থ? তাঁর কথায়, 'মাঠে খুব চিৎকার হচ্ছিল। পর্দায় টাইমার দেখতে পাইনি। পর্দায় কিছু সমস্যাও ছিল। কিছু জিনিস থাকে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, আবার কিছু জিনিস থাকে যা নিয়ন্ত্রণ করা যায় না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।