নয়া দিল্লি: ভারতের বিমান পরিষেবা ক্ষেত্রে ফের অশনি সঙ্কেত। আর্থিক টানাপড়েনের কারণে ১৫০ জন কেবিন ক্রু-কে ৩ মাসের জন্য বসিয়ে দিল স্পাইসজেট। 


এই বিমান সংস্থা আপাতত বিমান সংখ্যা কমিয়েছে। আর্থিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেই ১৫০ জন কেবিন ক্রু-কে বিনা বেতনে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্পাইস জেটের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এই সময়ে যাত্রীদের ভিড় কম থাকে। বিমানের সংখ্যাও কমে গিয়েছে। সেই কারণে সংস্থার স্বাস্থ্য যাতে দীর্ঘকালীন মেয়াদে ভাল থাকে তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 


যদিও বিনা বেতনে ৩ মাসের জন্য ছুটি দেওয়া হলেও, তাঁদের ছাঁটাই করছে না সংস্থা। এই সময়টাও ওই ১৫০ জন স্পাইস জেটের কর্মীই থাকছেন। যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাবেন তাঁরা, যাবতীয় Earned Leave-ও থাকছে ওই কর্মীদের। 
 
বিমান পরিষেবা ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা DGCA জানিয়েছিল এই বিমান সংস্থার উপর নজর রাখা হয়েছে। আর অন্যদিকে সংস্থার স্বাস্থ্য ফেরাতে ফান্ডের খোঁজে রয়েছে এই সংস্থা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, qualified institutional placement-এর মাধ্যমে পরিষেবা বৃদ্ধির চেষ্টা করছেন তাঁরা। কেবিন ক্রুদের কাজে ফেরানোর বিষয়েও তাঁরা আশাবাদী বলে জানিয়েছেন।


কোভিডের পর থেকে বারবার হোঁচট খেয়েছে বিমান পরিষেবা ক্ষেত্র। কোভিডের সময় দীর্ঘদিন বন্ধ ছিল বিমান যোগাযোগ। সেই সময়েই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাগুলি। সেই সময়েও বহু ছাঁটাই করে বিভিন্ন বিমান সংস্থা। কোনওক্ষেত্রে বেতন কমিয়ে দেওয়া হয়েছিল অনেকটাই। তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক অবস্থায় ফিরলেও বিমান পরিষেবা ক্ষেত্রের স্বাস্থ্য ফিরছে না বলেই অনেক জায়গায় জানানো হচ্ছে। ইদানিং কালেও বিমান পরিষেবা ক্ষেত্রে নানা বিমান সংস্থায়- বিশেষ করে ভারতে ছাঁটাই হয়েছে। কোথাও বিমানচালক, কোথাও কেবিন ক্রু, কোথাও আবার গ্রাউন্ড স্টাফের চাকরি গিয়েছে। কদিন আগে একটি বিমান পরিষেবা সংস্থার কারিগরি ক্ষেত্রে বেশ কয়েকজনের চাকরি গিয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য


আরও পড়ুন: নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠাল NHRC