কলকাতা: জ্যোতিষশাস্ত্রে বলা হয় সবচেয়ে ধীর গতির গ্রহ শনি। আর ইনিই ন্যায়ের দেবতা। এখন শনি রয়েছে কুম্ভ রাশিতে। 


২০২৪ সালের ৩০ জুন বিপরীতমুখী অবস্থায় গিয়েছে শনি। বক্রী অর্থাৎ বিপরীত গতিতে রয়েছেন শনিদেব। কোনও জাতকের জীবনে শনির পশ্চাৎপদ অবস্থা এবং শনির প্রত্যক্ষ অবস্থা খুবই প্রভাবশালী বলে মনে করা হয়। শনির বিপরীতমুখী গতি ১৩৫ দিনের জন্য। ১৫ নভেম্বর, ২০২৪-এ শনি প্রত্যক্ষ হচ্ছে। এই কারণেই এই রাশির জাতকের কপাল ফিরতে চলেছে। 


কর্কট রাশি:
১৫ নভেম্বর থেকে কর্কট রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। এই সময়ে কর্কট রাশির জাতকদের আর্থিক সমস্যার অবসান ঘটবে। আর্থিক সঙ্কট এবং অভাব দূর হবে এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলমান সমস্যাগুলির অবসান ঘটবে।


বৃশ্চিক রাশি:
শনি প্রত্যক্ষ হওয়ার পরে বৃশ্চিক রাশির জন্য পরিবর্তন আসবে। আপনার আর্থিক ও মানসিক সমস্যার অবসান হবে। জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। শনিদেবের কৃপায় আপনার সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি যদি দীর্ঘদিন ধরে সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে।


মকর রাশি:
মকর রাশির জাতকরা এখন শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন। ১৫ নভেম্বর থেকে মকর রাশির জাতক-জাতিকারা শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন। শনির দশায়, আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এবার আপনি যে কাজটি শেষ করার অপেক্ষায় ছিলেন তা এখন সম্পূর্ণ হবে। অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হয়ে যাবে।


কুম্ভ রাশি:
১৫ নভেম্বরের পর কুম্ভ রাশির জাতকদের সব ঝামেলা শেষ হবে। অভিভাবকদের সহযোগিতা পাবেন। পড়ুয়াদের সমস্যার সমাধান হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরি ও কর্মজীবনে উন্নতি হবে।


মীন রাশি:
১৫ নভেম্বরের পরের সময় মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে মানুষের সমর্থন পাবেন। আপনার একটি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আপনার ভাগ্য ফিরতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য চেষ্টা করছিলেন, তা মিটে যাবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।


ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ধর্নামঞ্চ নিয়েও পুলিশ-বিজেপি সংঘাত! টানাপড়েনের পর ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ