Star Health Insurance: স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইনসিওরেন্সের কোটি কোটি গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। এই সংস্থায় প্রায় ৩.১ কোটি পলিসি হোল্ডারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। এগুলি টেলিগ্রামের হ্যাকাররা (Data Leaked) চ্যাটবটের মাধ্যমে পেয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ডেটাতে (Star Health Insurance) গ্রাহকদের সঙ্গে সম্পর্কিত সমস্ত সংবেদনশীল তথ্য রয়েছে। স্টার হেলথ ইনসিওরেন্স (Health Insurance) জানিয়েছে তথ্য চুরির এই ঘটনা এতবড় কিছু নয়। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হয়েছে। সম্প্রতি টেলিগ্রামের সিইও ও প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।


পলিসিহোল্ডারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ফাঁস হয়েছে বলে অভিযোগ


সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই চ্যাটবটগুলির নির্মাতা স্টার হেলথ ইনসিওরেন্স সংস্থার তথ্য জানিয়েছে একজন ব্রিটিশ সিকিউরিটি রিসার্চার জেসন পার্কারকে। তিনি সমস্ত সিকিউরিটি এজেন্সির কাছ থেকে এই বিষয়ে তথ্য পেয়েছিলেন। এই প্রতিবেদন অনুসারে টেলিগ্রামের মাধ্যমে এই সমস্ত পলিসিহোল্ডারদের ব্যক্তিগত তথ্য বিক্রির পরিকল্পনা ছিল। যারা এই ধরনের অভিযোগ তুলছেন, তারা এই অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও দেখিয়েছেন বলে জানা গিয়েছে। এই সমস্ত তথ্যে দেখা যাচ্ছে পলিসিহোল্ডারের নাম, মোবাইল নম্বর এবং ঠিকানার সম্পূর্ণ বিবরণ রয়েছে। অন্যদিকে এই সংস্থা তাঁর গ্রাহকদের জানিয়েছে যে তাদের সমস্ত গ্রাহকদের তথ্য সম্পূর্ণ নিরাপদে রয়েছে।


চ্যাটবটের মাধ্যমে সাইবার অপরাধ বন্ধ করতে পারেনি টেলিগ্রাম


সারা বিশ্বের অন্যতম বৃহৎ মেসেঞ্জার অ্যাপ হল টেলিগ্রাম। এই অ্যাপের সারা দেশ জুড়ে প্রায় ৯০ কোটি গ্রাহক আছে। কিন্তু এই সংস্থা বারবার এই ধরনের চ্যাটবট ব্যবহার করে সাইবার অপরাধ রুখতে ব্যর্থ হয়েছে। এছাড়াও প্রশ্ন উঠছে এই অ্যাপ ব্যবহারের নিশ্চয়তা কী রয়েছে। জেসন পার্কার একজন তথ্য ক্রেতা হিসেবে এক্স জেন নামের এই হ্যাকারের সঙ্গে যোগাযোগ করেন। এই হ্যাকার জানায় যে তার কাছে ৭.২৪ টেরাবাইট তথ্য রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যে সেই তথ্য কীভাবে ঐ হ্যাকারের কাছে এল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mutual Fund: ১ লাখ বিনিয়োগে এই ফান্ড দিয়েছে ৩.৪ কোটি টাকা ! বিপুল মুনাফা বিনিয়োগকারীদের