Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mutual Fund: ১ লাখ বিনিয়োগে এই ফান্ড দিয়েছে ৩.৪ কোটি টাকা ! বিপুল মুনাফা বিনিয়োগকারীদের
একটা কথা এখন খুবই প্রচলিত যে 'পাওয়ার অফ কম্পাউন্ডিং'। শেয়ার বাজারে এবং মিউচুয়াল ফান্ডে এই কম্পাউন্ডিংয়ের জাদু ভাল মুনাফা এনে দেয় বিনিয়োগকারীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই এখন সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ না করে, চাপ না নিয়ে কাজের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন।
দুভাবে এই বিনিয়োগ হয়, একটা হল SIP, আর অন্যটি হল এককালীন বিনিয়োগ। এমনই একটি ফান্ড এককালীন ১ লক্ষ টাকা বিনিয়োগে কয়েকশো গুণ রিটার্ন দিয়েছে।
ফান্ডের নাম এইচডিএফসি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। এই ফান্ড শুরুর সময় থেকে আজ পর্যন্ত ২২.৮৪ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বার্ষিক হারে।
এই ফান্ডেই কেউ যদি ১ লক্ষ টাকা এককালীন রাখতেন, সেই বিনিয়োগ এক বছরে হত ১.৪৫ লক্ষ টাকা।
আর টানা ৫ বছর এই ফান্ডে সেই টাকা বিনিয়োগ করে রাখলে রিটার্ন পাওয়া যেত ২.৭৪ লক্ষ টাকা অর্থাৎ ২২.৩৭ শতাংশ বার্ষিক রিটার্ন।
আর কেউ যদি ২৮ বছর আগে এই ফান্ডে ১ লক্ষ টাকা জমা করে রাখতেন তাহলে আজকের দিনে তার রিটার্ন মিলত ৩.৪১ কোটি টাকা।
১৯৯৬ সালের ৩১ মার্চ এই ফান্ড চালু করে এইচডিএফসি ফান্ড হাউজ। সেই সময় থেকে বিনিয়োগ ধরে রাখলে ২৮ বছরেই কোটি হওয়া যেত। যেহেতু এটি একটি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, তাই এই রিটার্নের উপর কোনও ট্যাক্সও দিতে হবে না আপনাকে।
মনে রাখবেন, এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -