Share Market Live: কোভিডের আতঙ্ক পিছু ছাড়ছে না। বুধবার ফের পতনের সাক্ষী থাকল ভারতীয় শেয়ারবাজার। সকালে পতনের সঙ্গে খোলার পর ঘুরে দাঁড়ায় বাজার। এক সময় সবুজে ফিরে আসে নিফটি, সেনসেক্স। কিন্তু বাজার বন্ধের সময়, BSE সেনসেক্স 17.15 পয়েন্টে সামান্য কমে 60,910 পয়েন্ট বা 0.03 শতাংশে নেমে যায়। সেখানে NSE নিফটি 10-পয়েন্ট পতনের সঙ্গে 18,122 পয়েন্টে বন্ধ হয়েছে।
আজ সেক্টরের অবস্থা
এদিন ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, ধাতুর মতো সেক্টরের শেয়ার বাজারে পতন দেখা গেছে। অটো, মিডিয়া, জ্বালানি খাতের শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। স্মলক্যাপ স্টকগুলি লালে চলে গেলেও মিডক্যাপে কিছুটা গতি দেখা গিয়েছে। আজ 30টি সেনসেক্স স্টকের মধ্যে 13টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে,যেখানে 37টি স্টকে পতন হয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে 20টি বৃদ্ধির সঙ্গে ও 30টি পতনের সঙ্গে দৌড় থামিয়েছে।
শেয়ারের দাম
আজ বাজারে টাইটানের শেয়ার 3.06 শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.47 শতাংশ, পাওয়ার গ্রিড 1.46 শতাংশ, মারুতি সুজুকি 1.39 শতাংশ, যখন ভারতী এয়ারটেল 1.35 শতাংশ, অ্যাপোলো হাসপাতাল 1.19 শতাংশ, এইচ. শতাংশ, টাটা স্টিল 1.03 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.98 শতাংশ কমেছে।
কমলেও বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে
ভারতীয় শেয়ার বাজার পতনের সঙ্গ বন্ধ হলেও মঙ্গলবারের তুলনায় বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের সম্পদে 51000 কোটি টাকার বৃদ্ধি হয়েছে। বর্তমানে আমানতকারীদের সম্পদ 280.49 লক্ষ কোটি থেকে বেড়ে 281.04 লক্ষ কোটি টাকা হয়েছে।
বর্তমানে চিনের কোভিডের প্রভাব পড়েছে ভারতের বাজারে। বিশেষ করে কোভিডের কারণে বড় ক্ষতির মুখে পড়েছে বিমানবন্দর কেন্দ্রিক স্টকগুলি। ইজমাই ট্রিপ, ড্রিম ফোকসের মতো অনেক স্টকে এখন বড় লোকসান দেখা গিয়েছে। যদিও আগের থেকে কিছুটা ঘুরে দাড়িয়েছে শেয়ারগুলি। একই অবস্থা হয়েছে দেশের কেমিক্যাল স্টকগুলির হাল। বিনিয়োগকারীরা এখন অনেকেই নিফটি ১৮,০০০ পয়েন্টের দিকে তাকিয়ে। এর নিচে বাজার পড়লেই বড় ক্ষতির মুখে দেখতে পারে বাজার।
আরও পড়ুন : Earn Money: ঘরে বসেই পাবেন মোটা টাকা, অনলাইনে এই কাজে আয়ের সুযোগ