Share Market Closing: সোমে সপ্তাহের শুরুটা ভালই করেছিল বাজার। মঙ্গলে ভীতি কাটল দালাল স্ট্রিটের। বুধে কি এবার ১৯,০০০-এর দিকে ছুট দেবে নিফটি ? 


মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন প্রমাণিত হয়েছে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং ডে-তে ভারতীয় বাজারে দুরন্ত গতি ধরা পড়ে। এদিন সেনসেক্সও ফের ৬০,০০০ ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। তবে আজকের লেনদেন শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৫৭৮ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৫৯,৭১৯ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৯৪ পয়েন্ট লাফ দিয়ে ১৭,৮১৬ পয়েন্টে বন্ধ হয়েছে।


এদিন ট্রেডিং সেশনে, ব্যাঙ্কিং সেক্টর, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মিডিয়া, তেল ও গ্যাস সেক্টর, কনজিউমার ডিউরেবলস, এনার্জি, মেটাল সেক্টরের শেয়ার দর বেড়েছে। বাজারে আজকের র‍্যালিতে ছোট ক্যাপ ও মিড ক্যাপ সূচকেও কেনাকাটা দেখা গেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে, ৪৪টি স্টক সবুজ রঙে বন্ধ হয়েছে। কেবল ৬টি স্টকে পতন হয়েছে৷ সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে মাত্র ২৪টি স্টক সবুজ চিহ্নে বন্ধ হয়েছে, বাকি ৬টি শেয়ার লাল চিহ্নে বন্ধ হয়েছে৷


বেড়েছে যে স্টকগুলি
আজকের ট্রেডিং সেশনে, সান ফার্মা 4.22 শতাংশ, ডাঃ রেড্ডি 3.31 শতাংশ, টাটা স্টিল 2.86 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 2.77 শতাংশ, টাইটান কোম্পানি 2.10 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 1.97 শতাংশ, এশিয়ান পেইন্টস 1.935 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে।


কমেছে এই স্টকগুলি
যদি আমরা পতনশীল স্টকগুলি দেখি, নেসলে 0.64 শতাংশ, আইটিসি 0.22 শতাংশ, ইনফোসিস 0.21 শতাংশ, পাওয়ার গ্রিড 0.15 শতাংশ, রিলায়েন্স 0.11 শতাংশ, মারুতি সুজুকি 0.06 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।


Stock market: প্রি-ওপেনিংয়ে কেমন ছিল বাজার ?
মঙ্গলবার প্রি-ওপেনিংয়ে দুরন্ত গতি দেখায় বাজার। নিফটি ০.৮০ শতাংশের বেশি লাফ দেয়। সেই ক্ষেত্রে বাজারের ইতিবাচক দিকনির্দেশ বিনিয়োগকারীদের আরও উদ্বুদ্ধ করেছে। সকাল সাড়ে ৯ টার আগেই ১৭,৮০০ ছাড়িয়ে যায় নিফটি। ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে নিফটির সূচক ১৮,৮২০-তে চলে যায়। সেখানে সেনসেক্স ১.১৬ শতাংশ গতি নিয়ে ৫৯,৮২০ তে ট্রেড করে।


Share Market: কেন এই সপ্তাহ নিয়ে এত চিন্তা ?
চলতি সপ্তাহেই বড় সিদ্ধান্তের পথে যাবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। মার্কিন মুলুকের মুদ্রাস্ফীতি কমাতে ফেড রেট বৃদ্ধির পথে হাঁটবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ফেড রেট ৭৫ থেকে ১০০ বিপিএস বৃদ্ধি করা হতে পারে। এখন থেকেই ৭৫ বিপিএসের কথা ভেবে চলছে আমেরিকার শেয়ার বাজার। তবে রেট ১০০ বিপিএস বৃদ্ধি হলে ডাও জোনসে ধস নামা কেবল সময়ের অপেক্ষা।