Share Market: দু'দিনের উত্থান পর্ব থেমে গেল বুধে। আমেরিকার বাজারে ফেডারেল রিজার্ভের রেট বৃদ্ধির আশঙ্কায় থমকাল ভারতের শেয়ার বাজার। বুধবার বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় লালে বন্ধ হয়েছে নিফটি,সেনসেক্স। আজকের লেনদেনের শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 262 পয়েন্ট কমে 59,456-তে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি নিফটি 97 পয়েন্ট কমে 17,718 পয়েন্টে দৌড় থামিয়েছে।
Stock Market Closing: কোন খাতের কী অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে এফএমসিজি সেক্টর ছাড়া সব সেক্টরের শেয়ারে বিক্রি দেখা গেছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি অটো, নিফটি আইটি, তেল ও গ্যাস খাতের শেয়ারগুলিও পতনের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 37টি শেয়ার লালে বন্ধ হয়েছে। মাত্র 13টি শেয়ার বন্ধ হয়েছে সবুজে। সেখানে সেনসেক্সের 30 টি শেয়ারের মধ্যে কেবল সবুজে সাতটি শেয়ার বন্ধ করা হয়েছে। বাকি 23টি শেয়ার লালে দৌড় থামিয়েছে।
Share Market: আজকের ট্রেডিং সেশনে কোথায় কী ?
এদিন বিএসইতে মোট 3587টি শেয়ার লেনদেন করা হয়েছে। আজ দিনেক শেষে 128 শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। ট্রেডিং সেশনে 276 শেয়ারে আপার সার্কিট ছিল, যেখানে 208টি শেয়ার লোয়ার সার্কিটের সঙ্গে বন্ধ হযেছে। বুধবার শেয়ার বাজারের মূলধন হ্রাস পেয়ে ২৮১.১৮ লক্ষ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।
আজ বেড়েছে এই শেয়ারগুলি
আজকের দিনে এইচএলএল 1.55 শতাংশ, আইটিসি 1.53 শতাংশ, বাজাজ ফিনান্স 0.76 শতাংশ, টেক মাহিন্দ্রা 0.51 শতাংশ, নির্ভরতা 0.29 শতাংশ, মাহিন্দ্রা 0.27 শতাংশ, নেসলে 0.14 শতাংশ বে়ড়েছে।
Stock Market: ২ বছরে প্রায় ৫ কোটি অ্যাকাউন্ট
২০২০ সালে সংক্রমণের কারণে লকডাউনের পথে হাঁটে সরকার। যার ফলে কাজ হারান বহু মানুষ। একই সঙ্গে লোকজন বাইরে বেরোতে না পারায় ভাটা পড়ে ব্যবসায়। বেগতিক দেখে স্টক মার্কেটের দিকে ঝোঁকে বহু মানুষ। বাড়িতে বসেই মার্কেট ট্রেডিংকে উপার্জনের রাস্তা হিসাবে বেছে নেনে তাঁরা। পরবর্তীকালে বেশি লাভের মুখ দেখে শেয়ার বাজারে বিনিয়োগের প্রবণতা বাড়ে এই আমানতকারীদের। এই রাস্তায় সবথেকে বেশি ঝুঁকি নেয় যুবপ্রজন্ম। মিউচুয়াল ফান্ডের চেয়ে ভাল মুনাফা অর্জনের পথ হওয়ায় সরাসরি স্টকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় বহু ইনভেস্টার। কারণ, ডে-ট্রেডিংয়ে দিনের লাভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে আপনার। এই কারণেই ২০২০-র মার্চ থেকে ২০২২-এর মার্চের মধ্যে ৪,৮৮,০০,০০০ ডিমাট অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশে।
আজ কমেছে এই শেয়ারগুলি
স্টকগুলির দিকে তাকালে, ইনডাসইন্ড 3.19 শতাংশ, পাওয়ার গ্রিড 2.64 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 2.40 শতাংশ, লারসেন 1.89 শতাংশ, এনটিপিসি 1.93 শতাংশ, এইচসিএল টেক 1.41 শতাংশ নিচে বন্ধ হয়েছে।