Share Market Update: সাপ্তাহিক মেয়াদ শেষ হওয়ার দিনে লালে বন্ধ হল বাজার। দিনের শেষে সামান্য পতন দেখা গিয়েচে বাজারে। এদিন সেনসেক্স 89.14 পয়েন্ট পিছিয়ে 57,595.68-তে বন্ধ হয়েছে। নিফটির সূচক 22.90 পয়েন্ট বা 0.13 শতাংশ কমে 17,222.75 পয়েন্টে থেমেছে।


Stock Market: ১৫টি শেয়ার লাল দরে বন্ধ হয়েছে


সেনসেক্সের শীর্ষ-30 স্টকের তালিকায় 15টি স্টক পতনের সাথে বন্ধ হয়েছে। আজকের টপ লস স্টক হয়েছে কোটাক ব্যাঙ্ক। কোটাক ব্যাংক প্রায় 3 শতাংশ পিছলে 1715 লেভেলে বন্ধ হয়েছে। এছাড়াও টাইটান, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, মারুতি, এইচইউএল, এমঅ্যান্ডএম, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, নেসলে ইন্ডিয়া, উইপ্রো এবং বাজাজ ফাইন্যান্সের শেয়ার বিক্রি প্রাধান্য পেয়েছে।


Share Market Update: সবুজে বন্ধ হয়েছে এই শেয়ারগুলি


আজ 15টি শেয়ার সবুজ চিহ্নে বন্ধ রয়েছে। ডক্টর রেড্ডি 4.73 শতাংশ বৃদ্ধি পেয়ে 4320-এ বন্ধ হয়েছে। এছাড়াও আল্ট্রা কেমিক্যাল, টেক মহিন্দ্রা, এনটিপিসি, টাটা স্টিল, রিলায়েন্স, এইচসিএল টেক, আইটিসি, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস, এশিয়ান পেইন্টস, পাওয়ার গ্রিড, ভারতী এয়ারটেল ও এলটি-র শেয়ার সবুজ রঙে বন্ধ হয়েছে।


Stock Market: এসব খাতে বেড়েছে বিক্রি


আজকের লেনদেনের পর দেখা গিয়েছে মিশ্র ব্যবসা হয়েছে বিভিন্ন সূচকে। সেখানে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, পিএসইউ ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক ও কনজিউমার ডিউরেবল সেক্টর লাল চিহ্নে বন্ধ হয়েছে। মেটাল উঠলে পরে সেভাবে গতি নেয়নি।এর বাইরে নিফটি তেল, গ্যাস, স্বাস্থ্যপরিষেবা, রিয়েলটি, ফার্মা, মেটাল, মিডিয়া, আইটি সেক্টর এদিন লাভের মুখ দেখেছে।