Stock Market: আমেরিকার বাজারের প্রভাব পড়ল না দেশের শেয়ার বাজারে। সোমবার আতঙ্কে থাকলেও সবুজেই ছুট শুরু করে বুলসরা। নতুন সপ্তাহের প্রথম দিনে বিনিয়োগকারীদের কেনাকাটার জেরে দুরন্ত গতিতে বন্ধ হয়েছে নিফটি,সেনসেক্স। গত শুক্রবার অনকটাই পতনের সঙ্গে দৌড় থামায় মার্কিন বাজারের সূচক ডাও জোনস। সেই কারণেই এদিন ভীতি ছিল বাজারে।


Share Market: কেমন ছিল আজকের বাজার ? 
এদিন সেনসেক্স আবার ৫৯,০০০-এর সূচক অতিক্রম করতে সক্ষম হয়েছে। আজ ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৪৪২ পয়েন্ট বেড়ে ৫৯,২৪৫-এ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১২৬ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৬৬৫ পয়েন্টে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটিতেও দেখা গিয়েছে দারুণ র‌্যালি। ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে।


Stock Market: সেক্টরের অবস্থা


আজ বাজারে সব খাতের শেয়ারের দর বেড়েছে। ব্যাঙ্কিং ছাড়াও আইটি, অটো, ফার্মা, এফএমসিজি, জ্বালানি, ধাতু, ভোগ্যপণ্য, তেল-গ্যাস, মিডিয়া খাতের শেয়ারের কেনাবেচা ছিল বেশি। মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলিও বেড়েছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ৩৫টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে। যেকানে ১৫টি শেয়ার লালে দৌড় থামিয়েছে। সেই ক্ষেত্রে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, মাত্র ২৪টি স্টক সবুজে বন্ধ হয়েছে । মাত্র ৬টি স্টক লালে থেমেছে।


Share Market: যে স্টকগুলি আজ বেড়েছে
আজ বাজারে সান ফার্মা 1.81 শতাংশ, আইটিসি 1.78 শতাংশ, এনটিপিসি 1.70 শতাংশ, রিলায়েন্স 1.60 শতাংশ, এইচসিএল টেক 1.28 শতাংশ, টাটা স্টিল 1.28 শতাংশ, লারসেন 1.18 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 1.15 শতাংশ, এয়ারটেল 1.15শতাংশ বেড়েছে। সেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 0.83 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।


Stock Market: পড়েছে এই স্টকগুলি


যদি আমরা পতনশীল স্টকগুলির দিকে তাকাই, বাজাজ অটো 1.84 শতাংশ, নেসলে 1.54 শতাংশ, ব্রিটানিয়া 1.12 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.84 শতাংশ, অ্যাপোলো হাসপাতাল 0.69 শতাংশ, আইশার মোটরস 0.63 শতাংশ, টাটা মোটরস 0.60 শতাংশ, উইপ্রো 0.53 শতাংশ, জিআরআই 0.54 শতাংশ। HDFC লাইফ 0.21 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।


Share Market: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
তবে সপ্তাহের শুরুতে বাজার ভাল ফল করলেও চিন্তা থেকেই যাচ্ছে বিনিয়োগকারীদের। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৮ তারিখ চিনে সার্বিক বৃদ্ধির পরিমাণ জানা যাবে। এরপরই চিনা মার্কেটের খারাপ ফল প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে। সেই ক্ষেত্রে বৃহস্পতি অথবা শুক্রবার ধস নামার আশঙ্কা রয়েছে বাজারে। আগে থেকে বিনিয়োগকারীরা সেই আঁচ করলে মঙ্গল থেকেই পড়তে পারে বাজার। তবে বিশেষজ্ঞদের মতে, এবার বাজার পড়লেও আগের মতো পরিস্থিতি হবে না। বরং কারেকশনের পর ১৯,০০০-এর দিকে ছুট দিতে পারে নিফটি। 
দীপাবলি পর্যন্ত মার্কেটে উত্থান জারি থাকতে পারে। তবে তেলের দাম সেরকম বাড়লে ফের থমকাতে পারে বাজার।


আরও পড়ুন : PM Modi Investment: চারটি সোনার আংটি, এক বছরে কত সম্পদ বেড়েছে নরেন্দ্র মোদির ?